মু্ম্বই, ২ ডিসেম্বর : ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) পুরোপুরি ফিট। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন বিরাট কোহলি (Wriddhiman-Virat)। তবে মুম্বই টেস্টের প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা জিইয়ে রাখলেন ভারত (India) অধিনায়ক।
এদিন বিরাট বলেন, ‘‘ঋদ্ধিমানের (Wriddhiman-Virat) ঘাড়ের চোট সেরে গিয়েছে। ও মাঠে নামার জন্য ফিট। তবে টিম কম্বিনেশন কী হবে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কাল সকালে আবহাওয়া, পিচ এবং পরিবেশের কথা মাথায় রেখেই দল বেছে নেওয়া হবে।’’ বিরাট (Virat Kohli) দলে ফেরায়, কানপুর টেস্টের দল থেকে কে বসবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারাকে মুম্বইয়েও খেলানো হবে, তা গত কয়েক দিনে আভাসে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। বরং মায়াঙ্ক আগারওয়ালের ঘাড়েই কোপ পড়তে চলেছে। সেক্ষেত্রে শুভমান গিলের সঙ্গে ওপেন করার প্রবল সম্ভাবনা পূজারার।
আরও পড়ুন: ওয়াংখেড়ের পিচ নিয়ে চর্চা তুঙ্গে
এদিকে, ওয়াংখেড়ের উইকেট নিয়ে জল্পনা তুঙ্গে। পিচ প্রসঙ্গে বিরাটের বক্তব্য, ‘‘এক ঝলক দেখে মনে হয়েছে টিপিক্যাল ওয়াংখেড়ের পিচ। আমার ধারণা, স্পিনার এবং পেসার—প্রত্যেকেই এই পিচ থেকে কিছু কিছু সাহায্য পাবে। তবে ঘূর্ণি ট্র্যাক কিংবা গ্রিন টপ উইকেট নয়। এই উইকেটে সফল হতে গেলে বোলারদের ডিসিপ্লিনের সঙ্গে বল করতে হবে।’’ একই সঙ্গে তিন পেসারে খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি বিরাট। তাঁর মন্তব্য, ‘‘পিচের চরিত্র অনুযায়ী যে বোলাররা কার্যকর হবে, তারাই খেলবে।’’
দু’বছরের ওপর হয়ে গেল, বিরাটের ব্যাটে কোনও আন্তর্জাতিক সেঞ্চুরি নেই। তবে ওয়াংখেড়ে বরাবরই ভারত অধিনায়কের প্রিয় মৃগয়াক্ষেত্র। এই মাঠে ২০১৬ সালে শেষবার কোনও টেস্ট ম্যাচ খেলেছিলেন বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে ডাবল সেঞ্চুরি (২৩৫ রান) হাঁকিয়েছিলেন তিনি। বিরাট বলছেন, ‘‘এই মাঠে আমার বেশ কিছু সুখস্মৃতি রয়েছে। তবে সব সময় তো একই ঢংয়ে ব্যাট করা সম্ভব নয়। পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী খেলার ধরণে বদল আনতে হয়।’’ টানা ক্রিকেটের মধ্যে থাকার পর কানপুরে প্রথম টেস্টে বিশ্রাম নিয়ে বিরাট ওয়াংখেড়েতে ফিরেছেন।