খেলা

প্রথম টেস্ট সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ করলেন যশস্বী

রোসেউ, ১৪ জুলাই : এটা কেবল শুরু মাত্র। ভবিষ্যতে এরকমই ভাল করতে চাই আমি। উইন্ডসর পার্কে আবির্ভাবে সেঞ্চুরির পর বললেন যশস্বী জয়সওয়াল।
আগেরদিন ৪০ অপরাজিত ছিলেন। দ্বিতীয়দিনে আরও ১০৩ রান জুড়ে খেলার শেষে নট আউট ছিলেন ১৪৩ রানে। পরে সাংবাদিকদের সামনে এসে কিছুটা আবেগের বশবর্তী হয়ে পড়েন ২১ বছর বয়সি মুম্বই ব্যাটার। লম্বা এই যাত্রায় যাঁরা তাঁর পাশে ছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

আরও পড়ুন-গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবার তৈরী করবে যুদ্ধজাহাজ

যশস্বী বলেন, সেঞ্চুরির পর খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। নিজের জন্য গর্ব হচ্ছে। ভারতীয় দলে সুযোগ পাওয়া খুব কঠিন। তাই সবাইকে ধন্যবাদ জানাতে চাই। কোচ, বাবা-মা, টিম ম্যানেজমেন্ট, রোহিত ভাই, সবাইকে। প্রসঙ্গত, আইপিএলের সুবাদে যশস্বী এখন পরিচিত মুখ। কিন্তু টেস্ট আঙিনায় পা রেখেই সাফল্য পেয়ে গেলেন তিনি। তৃতীয় ভারতীয় ওপেনার হিসাবে অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন।
যশস্বী আরও বলেছেন, পিচ একটু স্লো ছিল। আউটফিল্ডও তাই। তার সঙ্গে খুব গরমও ছিল। কিন্তু আমি দেশের জন্য লড়ে যেতে চেয়েছিলাম। একটা করে বল ধরে খেলেছি। নিজের ব্যাটিংকে উপভোগ করেছি। টেস্ট ক্রিকেট আমার ভীষণ পছন্দের জায়গা। বল সিম-সুইং করলে আমার ভাল লাগে। আমি এই চ্যালেঞ্জ উপভোগ করি। এজন্য অনেক পরিশ্রম করেছি।

আরও পড়ুন-ফের ‘খুন’ তৃণমূল কর্মী, বাসন্তীতে গুলিতে জখম হলেন ১

শিখর ধাওয়ান ও পৃথ্বী শ-র পর টেস্ট আবির্ভাবে সেঞ্চুরি পেলেন যশস্বী। ভারতের ১৭তম প্লেয়ার হিসাবে অভিষেকে সেঞ্চুরি করেছেন মুম্বইয়ের এই ব্যাটার। গোটা ইনিংসে অধিনায়ক রোহিত যেভাবে তাঁকে গাইড করেছেন, সেটাও বলেছেন তিনি। যশস্বীর কথায়, আমাদের পার্টনারশিপে রোহিত ভাই আগাগোড়া আমাকে উৎসাহ দিয়েছে। বলেছে এই পিচে কীভাবে খেলতে হবে। কোথায় আমি শট খেলতে পারি। রোহিত ভাই ম্যাচের আগে বলছিল, তোকে এটা করতেই হবে। আমিও ওর কথা শুনে নিজেকে প্রস্তুত করেছি। আর এই টেস্ট আমাকে অনেক শিক্ষা দিয়েছে। এটাই শুরু। ভবিষ্যতে এই অভিজ্ঞতা কাজে লাগাব।

আরও পড়ুন-বিডিওকে ‘শারীরিক নিগ্রহ’, বিজেপি সাংসদের বিরুদ্ধে হল এফআইআর

যশস্বী তাঁর এই সেঞ্চুরি উৎসর্গ করেছেন বাবা-মাকে। যাঁদের অনেক ত্যাগ ও পরিশ্রম তাঁকে আজ এই জায়গায় এনে দিয়েছে। তবে সাফল্যের দিনে অন্যদেরও ভোলেননি তরুণ ওপেনার। তিনি বলেছেন, বিরাট-রোহিতের মতো কিংবদন্তিরা পাশে থাকায় তিনি অনেক কিছু শিখতে পারছেন।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

29 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

50 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

5 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago