পোর্ট অফ স্পেন, ২১ জুলাই : ডমিনিকায় সেঞ্চুরি করে স্বপ্নের টেস্ট অভিষেক ঘটানোর পর ত্রিনিদাদে দ্বিতীয় টেস্টেও ভাল শুরু করে হাফ সেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল। তবে ৫৭ রানে শেষ হয় তরুণ ভারতীয় ওপেনারের ইনিংস। টেস্টের প্রথমদিনের খেলা শেষে যশস্বী জানালেন বিরাট কোহলি, রোহিত শর্মার মতো মহাতারকাদের সঙ্গে খেলার অনুভূতির কথা।
বিশেষ করে সামনে থেকে বিরাটদের ব্যাট করতে দেখার সুযোগ পেয়ে আপ্লুত ২১ বছরের তরুণ। যশস্বীর কথায়, ‘‘বিরাট ভাইয়ের সঙ্গে একই ড্রেসিংরুমে থাকা, ওকে ব্যাট করতে দেখার অনুভূতি অসাধারণ। বিরাট ভাই কিংবদন্তি। আমার সৌভাগ্য যে, ওর সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। ক্রিকেটের বাইরেও অনেক কিছু শেখার আছে বিরাটের কাছ থেকে। ওকে দেখে বোঝার চেষ্টা করি, বিরাট কী ভাবছে।’’
আরও পড়ুন-মঙ্গলাহাটে আগুন লাগার ঘটনায় CID তদন্তের নির্দেশ, ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করছেন যশস্বী। চলতি সিরিজে দু’জনের ওপেনিং জুটি দারুণ সফল। যশস্বী বলেন, ‘‘রোহিত ভাইয়ের সঙ্গে ব্যাট করতে বেশ ভাল লাগে। আমরা সবসময় পরিস্থিতি নিয়ে আলোচনা করি। নিজেদের মতো করে পরিকল্পনা করি। রোহিত, বিরাট ভাইদের অনেক অভিজ্ঞতা। ওদের পরামর্শ মন দিয়ে শুনে তা কাজে লাগানোর চেষ্টা করি।’’ তিনি আরও বলেন, ‘‘যখনই ব্যাট করতে নামি, চেষ্টা করি যতক্ষণ বেশি সম্ভব যেন ক্রিজে থেকে রান করে যেতে পারি। আউট হলে মন খারাপ হয়। এখানে যেমন সেঞ্চুরি হাতছাড়া করে হতাশ হয়েছি।’’