‘বৃহত্তর জাতীয় স্বার্থে’ তৃণমূল কংগ্রেস ছাড়লেন যশবন্ত সিনহা, শুভেচ্ছাবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এর পরেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে যশবন্ত সিনহার এই সিদ্ধান্তকে শুভেচ্ছা জানিয়েছেন।

Must read

প্রথমে শরদ পাওয়ার, তারপর ফারুক আবদুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধীও বিরোধীদের তরফে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে অস্বীকার করার পরে এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি যশবন্ত সিনহার নাম উঠেছিল সম্ভাব্যদের তালিকায়। এই জল্পনায় ঘি ঢেলে একটি টুইট করলেন যশবন্ত সিনহা। বোঝা গেল সম্ভবত যশবন্ত সিনহাকেই বিরোধীরা সংযুক্ত ভাবে প্রার্থী করতে পারে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য।

আরও পড়ুন-বৃষ্টিতে ঝুলছে বাড়ি, কিশোরের দেহ উদ্ধার

টুইট বার্তায় যশবন্ত সিনহা লেখেন, ‘তৃণমূলে মমতাজি আমাকে যে সম্মান ও প্রতিপত্তি দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। এখন একটা সময় এসেছে যখন বৃহত্তর জাতীয় স্বার্থে আমাকে দল থেকে সরে এসে বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করতে হবে। আমি নিশ্চিত যে সে পদক্ষেপটি অনুমোদন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

দীর্ঘদিন বিজেপিতে ছিলেন যশবন্ত সিনহা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৮ সালে তিনি বিজেপি ত্যাগ করেন। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন যশবন্ত সিনহা। বর্তমানে তিনি ঘাসফুল শিবিরের ছিলেন সর্বভারতীয় সহসভাপতি।

আরও পড়ুন-জ্বলছে দাবানলে

এর পরেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে যশবন্ত সিনহার এই সিদ্ধান্তকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আন্তরিক অভিনন্দন যশবন্ত সিনহাকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যৌথ বিরোধী দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য।.এটা আমার দৃঢ় বিশ্বাস যে সমস্ত প্রগতিশীল দল যারা আমাদের জাতির জন্য একই দৃষ্টিভঙ্গি পোষণ করে, তাদের জন্য এর চেয়ে ভালো বিকল্প হতে পারে না!’

 

Latest article