রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্যোগে শুক্রবার ২৮ তম যাত্রা উৎসবের উদ্বোধন কলকাতার রবীন্দ্রভবন প্রাঙ্গনের একতারা মুক্তমঞ্চে আগেই হয়েছিল। আজ, ২৫শে নভেম্বর শনিবার সেই যাত্রা উৎসবের অংশ হিসেবে বারাসাতের কাছারি ময়দানেও উদ্বোধন হল যাত্রা উৎসবের।
আরও পড়ুন-৩ জন যুবকের তাড়া, মিরাটে নাবালিকা অপহরণ
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, উত্তর ২৪ পরগনা জেলার সভাধিপতি তথা বিধায়ক নারায়ণ গোস্বামী, জেলাশাসক শরদ কুমার দীবেদি, বারাসাতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, একেএম ফারহাদ, মফিদুল হক শাহাজী, অশনি মুখার্জি, নিমাই ঘোষ, তাপস দাসগুপ্ত সহ অন্যান্যরা।
এদিন সকলে মিলে প্রদীপ প্রজ্জ্বলনের ও সাংসদের ঘন্টা বাজানোর মধ্যেদিয়ে বারাসাতে যাত্র উৎসবের সুচনা হয়। শনিবার ও রবিবার বারাসাতের কাছারি ময়দানে দুটি যাত্রাপালা প্রদর্শিত হল সম্পূর্ণ বিনামূল্যে। শনিবার প্রদর্শিত হল গনবানী অপেরা নিবেদিত ‘জীবন এক জনসাঘর’। রবিবার নাট্যাধারা অপেরার ‘মন্দিরে ঝুলছে বধূর লাস’ প্রদর্শিত হবে। যাত্রা উৎসব নিয়ে এদিন মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।।