এগিয়ে থেকেও ড্র ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল ১ চেন্নাইয়িন এফসি ১

Must read

প্রতিবেদন : সেই এক ছবি! এগিয়ে থেকেও ৭০ মিনিটের পর রক্ষণের ভুলে গোল হজম করে জয় হাতছাড়া। স্বস্তি এটাই, টানা চার হার আটকে চেন্নাই থেকে অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরছে ইস্টবেঙ্গল (East Bengal FC-Chennaiyin FC)। চেন্নাইয়িন এফসি-কে তাদের মাঠে হারানোর সুযোগ হাতছাড়া করলে ম্যাচ ১-১ ড্র করল কার্লেস কুয়াদ্রাতের দল। ম্যাচে দু’টি গোলই করেছে চেন্নাইয়িন। প্রথমটি আয়ুষ অধিকারীর আত্মঘাতী গোল। খেলা শেষের মিনিট চারেক আগে পারদোর ভুলে গোলশোধ করেন নিনথোই মিতেই। ড্র করে ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এক ধাপ নেমে ৯ নম্বরে মশালবাহিনী।
দীর্ঘ বিরতির পর শনিবার আইএসএলের ম্যাচ খেলল ইস্টবেঙ্গল (East Bengal FC-Chennaiyin FC)। ভুলত্রুটি শুধরে নিয়ে নিজেদের তুলে ধরার কথা বলেছিলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। গত তিন সপ্তাহে ভুল শোধরানোর প্রস্তুতিই নাকি সেরেছিলেন। কিন্তু পুরনো রোগ সারেনি বোঝা গোল এই ম্যাচেও। চোটের কারণে এদিন নির্ভরযোগ্য স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরাকে মাঠে নামাতে পারেননি কুয়াদ্রাত। কলকাতা লিগে নজরকাড়া বিষ্ণুকে এদিন প্রথম এগারোয় রাখেন ইস্টবেঙ্গল কোচ। লাল-হলুদ আক্রমণে বেশ নজর কাড়লেন এই কেরালাইট। যতক্ষণ খেলেছেন, চেন্নাইয়িনের ডিফেন্ডারদের ব্যস্ত রাখেন এই তরুণ ইস্টবেঙ্গলের গোলটাও এল তাঁর দৌলতে।
প্রথমার্ধে আক্রমণ-প্রতিআক্রমণে খেলা হয়। ম্যাচের ৬ মিনিটের মাথায় হিজাজি মাহেরের হেড বাইরে যায়। বিষ্ণুর শট চেন্নাইয়ের ফুটবলারের পায়ে লেগে বাইরে গেলে কর্নার পায় ইস্টবেঙ্গল। নাওরেম মহেশের কর্নার থেকে হিজাজির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। মিনিট খানেক পর চেন্নাইয়িনের আয়ুশের দূরপাল্লার শট বাঁচান লাল-হলুদ গোলরক্ষক প্রভসুখন গিল। ১৫ মিনিটের মাথায় সহজতম সুযোগ নষ্ট করে চেন্নাইয়িন। এক হাত দূরে দাঁড়িয়ে থাকা ইস্টবেঙ্গল গোলরক্ষককে পেয়েও বল বাইরে মারেন জর্ডন মারে।
আলো বিভ্রাটের কারণে ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকে। স্টেডিয়ামের কয়েকটি বাতিস্তম্ভের আলো নিভে যায়। ম্যাচ পুনরায় শুরু হওয়ার পর কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ইস্টবেঙ্গল। ২৯ মিনিটে বিষ্ণুর অনবদ্য মাইনাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন আয়ুষ অধিকারী। আত্মঘাতী গোলে এগিয়ে যায় লাল-হলুদ। তবে প্রথমার্ধেই ম্যাচে ফেরার সুযোগ ফের হাতছাড়া করে চেন্নাইয়িন। ভিন্সি ব্যারেটো, রাফায়েল ক্রিভেলারোরা ইস্টবেঙ্গল রক্ষণে নাভিশ্বাস তুলে দেন। কিন্তু সুযোগ নষ্টের খেসারত দিতে হয় চেন্নাইয়িনকে। ইস্টবেঙ্গল যখন জয়ের স্বপ্ন দেখা শুরু করেছে, ঠিক তখনই রক্ষণে পারদোর ভুলে গোল হজম। চেন্নাইয়িনের হয়ে গোল শোধ করেন নিনথোই। সংযুক্ত সময়ে লাল কার্ড দেখেন চেন্নাইয়িনের রায়ান এডওয়ার্ডস। সেই সুযোগ অবশ্য নেওয়ার সময় ছিল না ইস্টবেঙ্গলের।

আরও পড়ুন- স্কুলের বাইরে ছুরি নিয়ে হামলা, আহত ৫

Latest article