অভিযুক্ত সেই ৬ ছাত্রের প্রবেশে নিষেধাজ্ঞা যাদবপুুর বিশ্ববিদ্যালয়ে

Must read

প্রতিবেদন : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্রমৃত্যুর ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করেছিলেন কলকাতা পুলিশের হোমিসাইড শাখার অফিসাররা। বর্তমান এবং প্রাক্তনী মিলিয়ে গ্রেফতার করা হয় ওই ৬ জনকে। সেক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হয় ৯। কারণ এই ঘটনায় তার আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল।
সারারাত জিজ্ঞাসাবাদ করার পর তাঁদের গ্রেফতার করেন কলকাতা পুলিশের তদন্তকারী অফিসাররা। ধৃত ৬ জনকে আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়া হয়। শেষ পর্যন্ত ৬ পড়ুয়ার বিরুদ্ধে শাস্তির বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া ছয় পড়ুয়াকে আপাতত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সহ হস্টেলে ঢুকতে দেওয়া হবে না। এক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্তে ৬ পড়ুয়ার শাস্তির কথা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ছাত্র সংসদকে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ।
দীপশেখর দত্ত, মনোতোষ ঘোষ, মোঃ আসিফ আনসারি, অঙ্কন সরকার, সত্যব্রত রায়, মোঃ আরিফ, এই ছয় পড়ুয়ার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই ছয় পড়ুয়া আপাতত বিচার বিভাগীয় তদন্তের জন্য বন্দি। বিশ্ববিদ্যালয়ের তরফে এক্সিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্ত তাঁদের বিরুদ্ধে এবার নির্দেশিকা আকারে জারি করা হল।
যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, জামিন পেলেও এই পড়ুয়ারা ক্যাম্পাস বা হস্টেলে ঢুকতে পারবেন না। যতদিন পর্যন্ত এই ঘটনার বিচার হচ্ছে, ততদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে। আপাতত এই ছয় পড়ুয়াকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে বলা যেতে পারে।

আরও পড়ুন- সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের জন্য জমি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় কর্তৃপক্ষ

Latest article