প্রতিবেদন: পুতিনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের মাসাধিককাল পর অবশেষে দেখা মিলল রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভগনি প্রিগোজিনের (Yevgeny prigozhin)। তাঁকে রাশিয়াতেই দেখা গিয়েছে বলে জানাল সংবাদ সংস্থা সিএনএন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দেখা মিলেছে প্রিগোজিনের।
প্রসঙ্গত, জুন মাসে ওয়াগনার সেনারা পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মস্কো অভিমুখে যাত্রা শুরু করে। এমনকী, তারা রাশিয়ার রুস্তভ শহরটিও দখল করে নেয়। তবে পর হঠাৎই বিদ্রোহের পথ থেকে সরে আসে ওয়াগনার। সেই ঘটনার পর থেকেই কোনও খোঁজ মিলছিল না প্রিগোজিনের। অনেকেই দাবি করেছিলেন, প্রিগোজিন বেলারুশে আশ্রয় নিয়েছেন। কিন্তু সেখানেও তাঁর সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত এই প্রথম রাশিয়ার ভিতরেই দেখা গেল প্রিগোজিনকে।
সেন্ট পিটার্সবার্গে আফ্রিকা-রাশিয়া শীর্ষ সম্মেলনের সময় তোলা একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ছবিতে দেখা গিয়েছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ফ্রেডি মাপুকার সঙ্গে করমর্দন করছেন প্রিগোজিন (Yevgeny prigozhin)। ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন দিমিত্রি সিটি। জানা গিয়েছে, সেন্ট পিটার্সবার্গের ট্রেজিনি প্যালেস হোটেলে মাপুকা ও প্রিগোজিনের মধ্যে সাক্ষাৎ হয়। হীরের খনি সমৃদ্ধ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে এখন বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সরকারকে সহায়তা করছে ওয়াগনার বাহিনীর ভাড়াটে যোদ্ধারা। গত সপ্তাহে প্রিগোজিনের দেখা মিলেছিল বেলারুশে। এক ভিডিওতে দেখা যায়, প্রিগোজিন তাঁর যোদ্ধাদের স্বাগত জানাচ্ছেন। একই সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সাম্প্রতিক ঘটনার সমালোচনা করছেন।
আরও পড়ুন- ২৫ বছর পর গ্রেফতার ছোটা শাকিলের শাগরেদ