যোগীর রাজ্যে উন্নয়নের বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের ছবি প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। বেগতিক বুঝে এই ঘটনায় এবার সংবাদপত্রের উপর ভুলের দায় চাপালো উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ সরকারের এই অভিযোগ মেনে নিয়েছে সংবাদপত্র গোষ্ঠীও। ক্ষমা চেয়ে বিজ্ঞাপনটি ইতিমধ্যে ডিজিটাল মাধ্যম থেকে সরিয়েও নেওয়া হয়েছে।
আরও পড়ুন- বিজেপিতে দলেই কোন্দল, ক্ষুব্ধ আরএসএস
রবিবার সংবাদ পত্রের পাতা জুড়ে এক বিজ্ঞাপন প্রকাশ করে উত্তরপ্রদেশ সরকার। উদ্দেশ্য ছিল ভোটের আগে ফলাও করে যোগী সরকারের উন্নয়নের কর্মযজ্ঞ তুলে ধরা। সেই বিজ্ঞাপনে উত্তরপ্রদেশের পরিকাঠামোগত উন্নয়নের নজির তুলে ধরতে ছবি প্রকাশ করা হয় মা উড়ালপুলের। বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক বিতর্ক শুরু হয়। বড়োসড়ো ভুল হয়েছে বুঝতে পেরে সরকারিভাবে বিবৃতি প্রকাশ করে যোগী সরকার। যেখানে জানানো হয়, বিজ্ঞাপনটি তৈরি করার সময় ভুল করেছিল সংশ্লিষ্ট সংবাদপত্র। যোগী সরকারের কথামতো সেই অভিযোগ মেনে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক টুইটে সংবাদপত্রের তরফে ক্ষমা চেয়ে জানানো হয়, “সংবাদপত্রে প্রকাশিত একটি বিজ্ঞাপনে কোলাজ তৈরির সময় অসাবধানতাবশত ভুল ছবি দেওয়া হয়েছে। বিপণন বিভাগের ভুলের জেরেই এই ঘটনা ঘটেছে। এই ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ডিজিটাল মাধ্যম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে দেওয়া হয়েছে।” এই ঘটনার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কী সরকারের চাপের মুখে পড়ে ঘটনার দায় স্বীকার করেছে সংবাদপত্রটি?
আরও পড়ুন- যতীন্দ্র নাথ দাসের প্রয়াণ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য
উল্লেখ্য, ২০১৫ সালের ৯ অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন ‘মা’ উড়ালপুলের। উড়ালপুলের এই নামটিও খোদ মুখ্যমন্ত্রীর দেওয়া। মুলত পার্কসার্কাস ও এ জে সি বোস রোডের সঙ্গে ইএম বাইপাসকে যুক্ত করেছে শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উড়ালপুলটি। আর সেই উড়ালপুলের ছবি দিন দেখা যায় যোগী সরকারের বিজ্ঞাপনে। ছবিটি যে কলকাতার তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এই উড়ালপুলের পাশে থাকা হোটেলের ছবি তো বটেই এমনকি উড়ালপুলে দেখা যাচ্ছে কলকাতার অন্যতম পরিচয় হলুদ ট্যাক্সিও ছবিও।