প্রতিবেদন : করোনা মোকাবিলায় আগেই ব্যর্থতার প্রমাণ রেখেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। এবার যোগীর রাজ্যে ডেঙ্গিও ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ডেঙ্গিতে সবচেয়ে খারাপ অবস্থা ফিরোজাবাদ জেলার। এই জেলায় গত দুই সপ্তাহে আক্রান্ত হয়ে ১১৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৮৯টি শিশু। শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গি-আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন-কর্নাটকে বিধায়ক কিনতে বহু কোটি, ফাঁস দলবদলুর কথায়
ফিরোজাবাদ ও আগ্রার কয়েকটি হাসপাতালে ডেঙ্গি-আক্রান্ত হয়ে প্রায় ১৩ হাজার মানুষ ভর্তি আছেন। হাসপাতালগুলিতে শয্যা মিলছে না। ব্লাড ব্যাংকে পাওয়া যাচ্ছে না রক্ত, এমনটাই অভিযোগ আক্রান্তদের পরিবারের। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দেখা গিয়েছে, রাজ্যের সরকারি হাসপাতালগুলির রীতিমতো করুণ অবস্থা। আক্রান্তের সংখ্যা এতটাই বেশি যে, হাসপাতালে বেড না মেলায় একের পর এক রোগী মেঝেতে শুয়ে আছে। সময়মতো বেড না পাওয়ার কারণে সোমবার দুপুরে সায়ানা গুপ্ত নামে ৫ বছরের এক শিশু প্রয়াগরাজ হাসপাতালে তার বাবার কোলেই মৃত্যুর মুখে ঢলে পড়ে।
আরও পড়ুন- সরকার চলবে কীভাবে কাতারে বৈঠকে তালিবান
রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবারই ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের এক প্রতিনিধিদল ফিরোজাবাদ পৌঁছেছে। তারা বাড়ি বাড়ি ঘুরে আক্রান্তদের চিহ্নিত করছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও মেনে নিয়েছে যে, ফিরোজাবাদ জেলায় ডেঙ্গি মহামারীর আকার নিয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দিনেশকুমার প্রেমী জানিয়েছেন, পরিস্থিতি নজরে রাখার জন্য ৭৫০টি বিশেষ দল গঠন করা হয়েছে। ডেঙ্গি-আক্রান্তদের চিহ্নিত করতে রবিবার ৬৪টি শিবির করা হয়েছিল। সেখানে প্রায় পাঁচ হাজার মানুষ পরীক্ষা করান। যার মধ্যে বেশির ভাগের শরীরেই মিলেছে ডেঙ্গির জীবাণু। তবে শুধু ফিরোজাবাদ নয়, ইতিমধ্যেই মুথুরা ও আগ্রাতেও ডেঙ্গির সংক্রমণ ছড়াতে শুরু করেছে। ডেঙ্গির ভাইরাসও করোনার মতোই অতি-সংক্রামক।
আরও পড়ুন-পেগাসাস থেকে পালাচ্ছে মোদি সরকার, গড়িমসি নিয়ে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
রাজ্যের প্রধান বিরোধীদল সমাজবাদী পার্টির অভিযোগ, রাজ্য সরকারের ব্যর্থতার কারণেই ফিরোজাবাদ ও সংলগ্ন এলাকায় ডেঙ্গি মহামারীর আকার ধারণ করেছে। যার বলি হচ্ছে শিশুরা। যোগী সরকারের এই ব্যর্থতা ঢাকতে এবং শিশু-সহ অন্য মানুষের প্রাণ বাঁচাতে অবিলম্বে কেন্দ্রের কাছে সব ধরনের সাহায্য করার আর্জি জানিয়েছেন সপা নেতা অখিলেশ যাদব।