প্রতিবেদন : বাংলার সমালোচনা করার আগে নিজের মুখ আয়নায় দেখুন। নিজেকে চিনুন। যোগী আদিত্যনাথকে সমালোচনা করে শনিবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ভোট পরবর্তী হিংসা বাংলায় নেই। ওসব উত্তরপ্রদেশে হয়। বাংলায় প্রয়াগরাজ, উন্নাহ, হাথরাস হয় না। বাংলায় শান্তির বাতাবরণ। বাংলার মনীষীরা দেশেও বরেণ্য। বাংলার দেখানো পথেই হাঁটে দেশ। ফিরহাদ এদিন আরও বলেছেন, ‘‘যোগী হচ্ছেন উত্তরপ্রদেশের গব্বর সিং। ওখানে ওঁর ভয়ে কেউ কথা বলতে পারেন না।
আরও পড়ুন-বেআইনি কাজ ঠেকাতে ক্যামেরা
উত্তরপ্রদেশের গব্বর সিংয়ের জন্য সেই রাজ্যের বিরোধীদের দিনের পর দিন জেলে কাটাতে হয়। প্রতিবাদ করলে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে দেয় যোগীর মন্ত্রিসভার সদস্যর পুত্রই। ওঁর মুখে এসব আজগুবি অভিযোগ মানায় না।’’ যোগীকে পকেটমারের সঙ্গেও তুলনা করে কটাক্ষ করেছেন কলকাতার মেয়র। বলেছেন, ‘‘বাস থেকে যখন পকেটমার পালায়, তখন নিজেই পকেটমার পকেটমার বলে চিৎকার করে। যোগীর অবস্থাও অনেকটাই সেরকমই।