বেআইনি কাজ ঠেকাতে ক্যামেরা

গাঁজা-সহ অন্যান্য মাদকদ্রব্য পাচারের পাশাপাশি কয়লা, লোহা থেকে বিভিন্ন বন্ধ কারখানার দামি যন্ত্রাংশ চুরি করতেই ওইসব দুষ্কৃতী এই এলাকাকে বেছে নিচ্ছে।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : দুষ্কৃতী কার্যকলাপ ঘটামাত্র তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে উখড়া পুলিশ আউটপোস্ট এলাকায় বসছে ২০টি সিসি ক্যামেরা। অন্ডাল ও পাণ্ডবেশ্বর খনি এলাকায় কয়েক বছর ধরে বেড়েছে বেআইনি কার্যকলাপ। বিশেষত বীরভূমকে করিডর করে পশ্চিম বর্ধমানের এই অঞ্চলে আনাগোনা বেড়েছে বিহার ও ঝাড়খণ্ডের দুষ্কৃতীদের।

আরও পড়ুন-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে সরিয়ে দিয়ে ভিজিটর পদে শিক্ষামন্ত্রী

গাঁজা-সহ অন্যান্য মাদকদ্রব্য পাচারের পাশাপাশি কয়লা, লোহা থেকে বিভিন্ন বন্ধ কারখানার দামি যন্ত্রাংশ চুরি করতেই ওইসব দুষ্কৃতী এই এলাকাকে বেছে নিচ্ছে। সাম্প্রতিক অতীতে বিহারের মুঙ্গের ও ঝাড়খণ্ড থেকে বেআইনি অস্ত্রপাচারের উদ্দেশ্যেও এই খনি অঞ্চলগুলিকে নিরাপদ করিডর হিসেবে ব্যবহার করতে শুরু করে দুষ্কৃতীরা। অপরাধ দমনের লক্ষ্যে খনি এলাকার বাঁকোলা রোড, মাধাইগঞ্জ রোড, উখড়া বাজার, শংকরপুর মোড়-সহ গুরুত্বপূর্ণ জায়গায় শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে ক্যামেরা লাগানোর কাজ। ফলে এলাকায় নজরদারি রাখার পাশাপাশি অপরাধমূলক কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুবিধা হবে পুলিশের।

Latest article