বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে সরিয়ে দিয়ে ভিজিটর পদে শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের আচার্যের পর এবার রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদ থেকেও সরানোর ভাবনা রাজ্যপালকে।

Must read

প্রতিবেদন : বিশ্ববিদ্যালয়ের আচার্যের পর এবার রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদ থেকেও সরানোর ভাবনা রাজ্যপালকে। শনিবার রাজ্য শিক্ষা দফতর সুত্রে এমনই জানা গিয়েছে। ভিজিটর পদ থেকে রাজ্যপালকে সরিয়ে সেই পদে আনা হতে পারে রাজ্যের শিক্ষামন্ত্রীকে।

আরও পড়ুন-বাড়ির আপত্তি না শুনে লাদাখের পথে, হারিয়ে গেলেন বাংলার জওয়ান

এর আগে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে ক্যাবিনেটেও এই প্রস্তাব পাশ হয়েছে। দেশের অনেক রাজ্যেই আগে থেকে এই ব্যবস্থা চালু রয়েছে। এবার বাংলাতেও এই ব্যবস্থা চালু হতে চলেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটর পদে শিক্ষামন্ত্রী থাকলে আরও বেশি নজরদারি বাড়বে সরকারে। এই সম্পর্কে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজ্য সরকার এই উদ্যোগ নিলে আশাকরি ভালই হবে।

Latest article