প্রতিবেদন : চাপে পড়ে পুলিশ রিক্রুটমেন্ট (police recruitment) এবং প্রোমোশন বোর্ডের চেয়ারপার্সনকে সরিয়ে দিতে বাধ্য হল যোগী সরকার। পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রেক্ষিতেই সরিয়ে দেওয়া হল রেণুকা মিশ্রকে। তাঁর বদলে দায়িত্ব দেওয়া হল আইপিএস অফিসার রাজীব কৃষ্ণকে। বিরোধীরা অবশ্য মনে করছেন, এটা শাক দিয়ে মাছ ঢাকার প্রয়াসমাত্র। আসলে পুলিশ নিয়োগে অনিয়মকে ঘিরে রীতিমতো উত্তাল উত্তরপ্রদেশ।
আরও পড়ুন-বঞ্চনার বিরুদ্ধে গর্জন ওয়েবকুপার
এমন গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কীভাবে হল রহস্যটা সেখানেই। বিরোধীরা তো বটেই, সাধারণ মানুষও এরজন্য অভিযোগের আঙুল তুলেছেন গেরুয়া মুখ্যমন্ত্রীর দিকে। গাফিলতির জন্য দায়ী করেছে প্রশাসনকেই। বাধ্য হয়ে ১৭ ও ১৮ ফেব্রুয়ারিতে নেওয়া গোটা পরীক্ষাটাই বাতিল করে দেয় রাজ্য সরকার। ৬ মাস পরে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে সমালোচনার ঝড় সামলাতে চেষ্টা করেন গেরুয়া মুখ্যমন্ত্রী। লক্ষণীয়, এই পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছিলেন ৪৮ লক্ষ চাকরিপ্রার্থী। কিন্তু সামাজিক মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠায় চরম অস্বস্তিতে পড়ে যায় উত্তরপ্রদেশের গেরুয়া সরকার। ঘটনার তদন্তে তৈরি করা হয় বিশেষ টাস্ক ফোর্স। দোষীদের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়।