এটা তোমার প্রাপ্য মেসিকে এমবাপে

Must read

মায়ামি, ১ নভেম্বর : গত ফেব্রুয়ারিতে ফিফা বর্ষসেরা পুরস্কারের দৌড়ে লিওনেল মেসির কাছেই হেরে গিয়েছিলেন কিলিয়ান এমবাপে (Mbappe-Messi)। এবার ব্যালন ডি’অরের লড়াইয়েও বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের কাছে হার মেনেছেন তারকা ফরাসি স্ট্রাইকার। মেসি ও আর্লিং হালান্ডের পর তৃতীয় হয়েছেন এমবাপে। ব্যালন না পেলেও ফরাসি সুপারস্টার তাঁর প্রাক্তন পিএসজি সতীর্থকে অভিনন্দন জানাতে ভোলেননি। প্যারিসে অনুষ্ঠান শেষে মেসিকে এমবাপে (Mbappe-Messi) বলেছেন, অভিনন্দন লিও। এই পুরস্কার তোমারই প্রাপ্য।
ব্যালনের গৌরবময় সোনার বলটা প্যারিসের অনুষ্ঠান মঞ্চে মেসি হাতে নিয়েছেন তাঁর বর্তমান ক্লাব ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার বেকহ্যামের কাছ থেকেই। মেসিকে এভাবে সম্মান জানাতে পেরে উচ্ছ্বসিত বেকহ্যাম বলেছেন, লিও মেসির হাতে অষ্টম ব্যালন তুলে দিতে পারা আমার কাছে দারুণ সম্মানের। অবিশ্বাস্য কীর্তি গড়েছে লিও। মায়ামি সেরা খেলোয়াড়কে পেয়ে গর্বিত। অভিনন্দন বন্ধু, আবারও তুমিই সেরা। রেকর্ড আটবার ব্যালন জিতেই পরের দিন মায়ামিতে অনুশীলনে নামেন মেসি। সতীর্থরা তাঁকে নিয়ে উৎসবে মেতে ওঠেন। চিনে ফ্রেন্ডলি খেলতে যাবে ইন্টার মায়ামি। তাই প্যারিস থেকে দ্রুত ক্লাবের প্রস্তুতিতে যোগ দেন এলএম টেন। মেসিকে অভিনন্দন জানিয়েছেন তাঁকে বার্সেলোনায় প্রথম পরিচয় করিয়ে দেওয়া ব্রাজিলীয় কিংবদন্তি রোনাল্ডিনহো। প্রাক্তন বার্সা তারকার সঙ্গে মেসির বন্ধন কতটা গাঢ়, সেটাই ফুটে উঠেছে রোনাল্ডিনহোর অভিনন্দনবার্তায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আবারও তুমি বিশ্বসেরা। তোমাকে নিয়ে আমি খুব খুশি। অভিনন্দন লিও মেসি, আমার ভাই।

আরও পড়ুন- ডি’কক-ডুসেন ঝড় হার নিউজিল্যান্ডের

Latest article