নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি : বিরাট কোহলিকে বিশেষ উপহার হিসেবে এক জোড়া গোল্ডেন বুট পাঠালেন যুবরাজ সিং। সেই উপহারের সঙ্গে প্রাক্তন সতীর্থকে একটি আবেগঘন খোলা চিঠিও লিখেছেন ২০১১ বিশ্বকাপে সেরা ক্রিকেটারের সম্মান পাওয়া যুবি। একটা সময় বিরাট ও যুবরাজ টিম ইন্ডিয়ার হয়ে এক সঙ্গে প্রচুর ম্যাচ খেলেছেন। দেশকে বেশ কিছু স্মরণীয় মুহূর্তও উপহার দিয়েছেন।
আরও পড়ুন-হাসপাতালেই পেলে
ক্রিকেটার হিসেবে বিরাটের বেড়ে ওঠার অন্যতম সাক্ষী ছিলেন যুবি। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া নিজের খোলা চিঠি পোস্ট করেছেন যুবরাজ। চিঠিতে তিনি লিখেছেন, ‘‘দিল্লির সেই ছোট্ট ছেলে বিরাট কোহলি। তোমাকে আমি ক্রিকেটার এবং মানুষ হিসেবে বেড়ে উঠতে দেখেছি। নেটে কিংবদন্তিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা এক তরুণ এখন যুব প্রজন্মের কাছে কিংবদন্তি হয়ে উঠেছে। মাঠে তোমার আবেগ ও শৃঙ্খলা এবং খেলার প্রতি আত্মনিবেদন, দেশের তরুণদের কাছে নীল জার্সি গায়ে তোলার অনুপ্রেরণা। ক্রিকেটার হিসেবে প্রতি বছর নিজেকে আরও সর্বোচ্চ স্তরে তুলে নিয়ে গিয়েছ। অনেক কিছু অর্জন করেছ। নেতা হিসেবেও অসাধারণ ছিলে।’’
আরও পড়ুন-৫ রুশ ব্যাঙ্কে নিষেধাজ্ঞা জারি
খোলা চিঠিতে যুবি আরও লিখেছেন, ‘‘তোমার রান তাড়া করাটা আবারও দেখতে চাই। আমরা দু’জন খুব ভাল সতীর্থ এবং বন্ধু হয়ে উঠতে পেরেছিলাম। একসঙ্গে যেমন রান করেছি, তেমনই সতীর্থদের পিছনে লাগা, পাঞ্জাবি গানের সঙ্গে নেচেওছি। এক সঙ্গে ট্রফিও জিতেছি। তুমি চিরদিন আমার কাছে চিকু এবং বিশ্বের কাছে কিং কোহলি হয়ে থেকে যাবে। বুকের ভিতরের আগুনটাকে সব সময় জ্বালিয়ে রেখো। তুমি একজন সুপারস্টার। তোমার জন্য উপহার হিসেবে এক জোড়া বিশেষ গোল্ডেন বুট রইল। দেশকে এভাবেই গর্বিত করতে থাকো।’’