কৃষক আন্দোলনে পুলিশের কাঁদানে গ্যাসের শেল ফেটে মৃত ১

Must read

কৃষক আন্দোলনের (Farmer-Police Clash) জেরে আরও একজন প্রাণ হারালেন। হরিয়ানা-দিল্লি সীমান্তে কৃষক-পুলিশ সংঘর্ষে ২৪ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকের নাম শুভকরণ সিং। কাঁদানে গ্যাসের শেল ফেটে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।

আরও পড়ুন- লোকসভা ভোটের আগে স্পর্শকাতর বুথের তালিকা চাইল নির্বাচন কমিশন

পূর্ব ঘোষণা মতোই বুধবার কৃষকরা পঞ্জাব-হরিয়ানা সীমান্তে জড়ো হওয়ার পরেই দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করলে পুলিশ তাঁদের বাধা দেয়। সংঘর্ষ (Farmer-Police Clash) বাঁধে কৃষক-পুলিশের সঙ্গে। কৃষকরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, সংঘর্ষে ২৪ বছরের শুভকরণ সিং নামে ওই যুবক জখম হন। হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। পাত্রান হাসপাতালের বর্ষীয়ান মেডিক্যাল আধিকারিকের মতে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খানাউরি সীমান্তে মাথায় আঘাত পেয়ে বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।

Latest article