‘কলকাতায় ভালোবাসা পেয়েছি’ প্রার্থী হয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদজ্ঞাপন ইউসুফের

মুর্শিদাবাদের বহরমপুর (Berhampur) কেন্দ্র থেকে প্রার্থী হলেন ইউসুফ পাঠান (Yousuf Pathan)। অধীররঞ্জন চৌধুরীর বিপরীতে প্রার্থী হলেন তিনি।

Must read

মুর্শিদাবাদের বহরমপুর (Berhampur) কেন্দ্র থেকে প্রার্থী হলেন ইউসুফ পাঠান (Yousuf Pathan)। অধীররঞ্জন চৌধুরীর বিপরীতে প্রার্থী হলেন তিনি। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। তিনি নিজের এক্স হ্যান্ডেলে এদিন লেখেন, ‘আমি চিরকালের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ, যিনি আমাকে তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানিয়েছেন। সংসদে জনগণের কণ্ঠস্বর হওয়ার দায়িত্ব তিনি আমাকে দিয়েছেন, আমার প্রতি বিশ্বাস রেখেছেন। জনগণের প্রতিনিধি হিসেবে, দরিদ্র ও বঞ্চিতদের উন্নতি সাধন আমাদের কর্তব্য, এবং আমি আশা করি সেটা অর্জন করতে পারব।’

আরও পড়ুন-পদত্যাগী নির্বাচন কমিশনারকে স্যালুট তৃণমূল সুপ্রিমোর, নাম না করে খোঁচা অভিজিৎকে

প্রসঙ্গত, ক্রিকেটার হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন ইউসুফ পাঠান। হার্ড হিটার হিসেবে তাঁর পরিচিতি ছিল। রান তাড়া করে ম্যাচ জেতানোর ক্ষেত্রে দলের ভরসা হয়ে উঠেছেন বেশ কয়েকবার। ভারতীয় ক্রিকেট দলে খেলা ছাড়া আইপিএল এও নিজের দক্ষতার দেখিয়েছেন তিনি। এবার বহরমপুরের মতো রাজনীতির কঠিন পিচে ব্যাটিং করার জন্য ইউসুফকেই বেছে নেওয়া হয়। ভারতের হয়ে দুটো বিশ্বকাপ জেতা ইউসুফ পাঠান ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন। পেশাদার ক্রিকেট ছেড়েছেন তিনি তবে ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখতে পারেননি। খেলেছেন ফ্রেন্ডলি ম্যাচ।

 

 

Latest article