পাক গুপ্তচর সংস্থাকে ভারতের নথি পাচার করতে গিয়ে এসটিএফের হাতে ধৃত যুবক

ধৃতের নাম ভক্ত বংশী ঝা।

Must read

কলকাতা পুলিশের (Kolkata Police) এসটিএফ (STF) এদিন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল। ধৃতের নাম ভক্ত বংশী ঝা। শনিবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (এসটিএফ) ভি সলোমন নেশাকুমার জানিয়েছেন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কাছে দেশের নিরাপত্তা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ব্যক্তি পাঠিয়েছে সেটা এসটিএফ ইতিমধ্যেই জানতে পেরেছে।

আরও পড়ুন-৫ মাসে ২৫৩৬ পরিবারকে কৃষকবন্ধু প্রকল্পে আর্থিক সাহায্য রাজ্যের

যুগ্ম কমিশনার এই মর্মে জানান, শুক্রবার ৩৬ বছরের ভক্ত বিহারের দারভাঙার বাসিন্দা বংশী ঝাকে গ্রেফতার করা হয়। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু তথ্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কাছে পাঠাচ্ছিল এই ব্যক্তি। এসটিএফ আরো জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যাবে। দেশের নিরাপত্তা সম্পর্কিত ছবি, ভিডিয়ো, অনলাইন চ্যাটের মাধ্যমে পাঠিয়েছে।

আরও পড়ুন-বাড়ছে রূপোলী ফসলের জোগান, কমবে দাম, আশাবাদী বাঙালি

তিন মাস কলকাতায় ছিল এই যুবক। যথেষ্ট তথ্য হাতে আসার পরেই তাকে গ্রেফতারের চেষ্টা করে এসটিএফ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি ধারায় ষড়যন্ত্রের মামলা রুজু করার পাশাপাশি অফিসিয়াল অ্যাক্ট ৩/৯ এর আর/ডব্লিউ ধারায় মামলা রুজু করা হয়েছে। ভক্ত বংশী ঝা দিল্লিতে থাকত। গত তিন মাস ধরে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সক্রিয় ছিল। একটি কুরিয়ার কোম্পানিতে চাকরি করত সে। আজ তাকে আদালতে পেশ করা হয়েছে ।

Latest article