কুয়েতকে হারিয়ে চমক যুব ভারতের

আগামী বছর মূলপর্বের খেলা। তার আগে যোগ্যতা অর্জন পর্বে পরপর দু’টি ম্যাচ জিতে মূলপর্বের দিকে পা বাড়াল বিবিয়ানো ফার্নান্ডেজের দল।

Must read

রিয়াধ, ৬ অক্টোবর : সুনীল ছেত্রীরা আগেই এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন। তাঁদের ভাইরাও এবার সেই পথে। অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বুধবার রাতে শক্তিশালী কুয়েতকে ৩-০ গোলে হারিয়েছে ভারত।

আরও পড়ুন-সঞ্জুর মঞ্চে বাজিমাত বাভুমার

আগামী বছর মূলপর্বের খেলা। তার আগে যোগ্যতা অর্জন পর্বে পরপর দু’টি ম্যাচ জিতে মূলপর্বের দিকে পা বাড়াল বিবিয়ানো ফার্নান্ডেজের দল। আগের ম্যাচেই মালদ্বীপকে ৫-০ গোলে উড়িয়ে দেয় ভারত। এদিন কুয়েতের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক থংলালসন গাংতে। ১৬ বছরের মণিপুরী এই ফুটবলার জোড়া গোল করে। তার জন্যই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ভারত। অপর গোলটি কলেন কোরোউ সিং।

Latest article