লখনউ : করোনা ভ্যাকসিন নিতে গিয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়লেন বছর বাইশের এক যুবক। ইন্দ্রেশ আহিরওয়ার নামে ওই যুবককে ভ্যাকসিন দেওয়ার সময় ইঞ্জেকশনের সুচের অর্ধেক ভেঙে শরীরে ঢুকে যায়। কয়েকদিন ধরেই অসহ্য ব্যথা ও যন্ত্রণায় ভুগছিলেন ওই যুবক। এখন ওই যুবকের ডান হাত ও পা প্রায় অসাড় হয়ে গিয়েছে। অবাক করা এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ললিতপুর গ্রামে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে উত্তরপ্রদেশের স্বাস্থ্য দফতরে। জানা গিয়েছে, উত্তর প্রদেশের ললিতপুরের বনাউনি গ্রামের বাসিন্দা ইন্দ্রেশ।
আরও পড়ুন :অপহৃত বরাদর, মৃত আখুনজাদা!
৯ সেপ্টেম্বর ওই যুবক করোনা টিকা নিতে গিয়েছিলেন। তবে টিকা নেওয়ার পর স্বাস্থ্যকর্মীদের চরম অবহেলার কারণে ওই যুবক এখন পক্ষাঘাতে শয্যাশায়ী। চিকিৎসকদের অনুমান, যে সুচ দিয়ে ভ্যাকসিন দেওয়া হয়েছিল তা ভেঙে গিয়ে টিকার সুচ ইন্দেশের শরীরে রয়ে গিয়েছিল। সে কারণেই তাঁর এই অবস্থা। প্রশ্ন উঠেছে, একজন স্বাস্থ্যকর্মী সুচ ভেঙে যাওয়ার পরেও কীভাবে বিষয়টি লুকিয়ে রাখলেন। ওই স্বাস্থ্যকর্মী যদি সঙ্গে সঙ্গেই ঘটনাটি জানাতেন, তাহলে হয়তো ওই যুবক এভাবে অসুস্থ হয়ে পড়তেন না।