ইউসুফ পাঠানের ছক্কা মাঠের বাইরে অধীর

১৯৯৯ সালে প্রথমবার বহরমপুর কেন্দ্রে জিতেছিলেন অধীর চৌধুরী। তারপর লাগাতার ৫ বার সেখানকার মানুষ তাঁকে সাংসদ হিসেবে নির্বাচিত করে

Must read

প্রতিবেদন : বহরমপুরে শেষ হল অধীর জমানা। তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের দাপুটে ব্যাটিংয়ের সামনে অবশেষে হার মানতে হল কংগ্রেসের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীকে। বহরমপুরের মাটিতে ৮৫ হাজার ভোটে অধীরকে হারালেন তৃণমূলের বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার প্রার্থী। ৫ লক্ষ ২৪ হাজার ভোটে জিতে জীবনের প্রথম নির্বাচনেই ছক্কা হাঁকালেন ইউসুফ পাঠান। দীর্ঘদিন ধরে অধীর চৌধুরীর দাদাগিরির বিরুদ্ধে চেপে রাখা ক্ষোভ প্রকাশ করল বহরমপুরের মানুষ।

আরও পড়ুন-সাংসদ পদ কেড়ে নিয়েও মহুয়া মৈত্রকে রুখতে পারল না বিজেপি

১৯৯৯ সালে প্রথমবার বহরমপুর কেন্দ্রে জিতেছিলেন অধীর চৌধুরী। তারপর লাগাতার ৫ বার সেখানকার মানুষ তাঁকে সাংসদ হিসেবে নির্বাচিত করে। কিন্তু এবারের নির্বাচনে মানুষ অধীরের রংবাজির বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে। ভোটের ফল প্রকাশ হতেই মুখ থুবড়ে পড়েছে অধীরের দম্ভ। ইউসুফ পাঠানকে বিপুল সমর্থন জানিয়ে বহরমপুরের মানুষ প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে। এবার গোটা বাংলার পাশাপাশি বহরমপুরও মা-মাটির-মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নের সঙ্গী হয়ে উঠল।

Latest article