নয়াদিল্লি, ৯ মে : মন্থর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনায় জর্জরিত বিরাট কোহলির হয়ে ব্যাট ধরলেন যুবরাজ সিং। কোনও রাখঢাক না করেই যুবি জানাচ্ছেন, রিরাট এই প্রজন্মের সেরা ব্যাটার। টি-২০ বিশ্বকাপ ট্রফিটা কিং কোহলির হাতেই মানায়।
আসন্ন টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নির্বাচিত হয়েছেন যুবরাজ। বিশ্বকাপের প্রচারের কাজে বিভিন্ন জায়গায় ঘুরছেন। তারই ফাঁকে আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজ বলেন, ‘‘বিরাট এই যুগের প্রায় সব রেকর্ডই ভেঙে দিয়েছে। কোনও সন্দেহ নেই, এই প্রজন্মের সেরা ব্যাটারের নাম বিরাট কোহলি। ক্রিকেটের সব ফরম্যাটেই ও সেরা। ওর ঝুলিতে একটা বিশ্বকাপ মেডেল (২০১১ ওয়ানডে বিশ্বকাপ) আছে। তবে আমি নিশ্চিত, ও একটাতেই থেমে থাকবে না। এবারের টি-২০ বিশ্বকাপ মেডেলও ওর প্রাপ্য।’’
আরও পড়ুন-প্র্যাকটিসেই নামতে পারল না কেকেআর, বৃষ্টির আশঙ্কা ম্যাচেও
২০০৭ ও ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম নায়ক আরও যোগ করেছেন, ‘‘কীভাবে রান তাড়া করে দলকে জেতাতে হয়, সেটা বিরাট ভালই জানে। ও জানে শেষ ওভার পর্যন্ত টিকে থাকতে পারলে, দলকে জয় এনে দিতে পারবে। এমন পরিস্থিতিতে বহুবার ভারতকে জিতিয়েছে। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণভাবে রান তাড়া করে দলকে জিতিয়েছিল।’’ যুবির বক্তব্য, ‘‘ক্রিজে থাকাকালীন বিরাট খুব ভালভাবে ম্যাচ বিশ্লেষণ করতে পারে। রান তাড়া করার সময় কীভাবে ব্যাট করতে হয়, সেটা ওর থেকে ভাল খুব কম ব্যাটারই জানে। বিপক্ষের কোন বোলারকে আক্রমণ করার জন্য বেছে নেবে। আবার কোন বোলারের বিরুদ্ধে খুচরো রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে হবে, সেই বিচারে অসম্ভব দক্ষ। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজের খেলার ধরন বদলাতে পারে। এবারের বিশ্বকাপের বিরাটকে সেরা ফর্মে দেখা যাবে।’’