প্র্যাকটিসেই নামতে পারল না কেকেআর, বৃষ্টির আশঙ্কা ম্যাচেও

তুমুল বৃষ্টিতে বৃহস্পতিবার ইডেনে প্র্যাকটিস বাতিল হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের। প্র্যাকটিস করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্সও।

Must read

প্রতিবেদন : তুমুল বৃষ্টিতে বৃহস্পতিবার ইডেনে প্র্যাকটিস বাতিল হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের। প্র্যাকটিস করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্সও। বৃষ্টি বাধা না হলে শুক্রবার এই দুই দল প্র্যাকটিসে নামবে।
ঠিক ছিল কেকেআর এদিন সন্ধ্যায় ৫-৮টা প্র্যাকটিস করবে। কিন্তু দুপুরে প্রবল বর্ষণের পর তাদের পক্ষ থেকে সিএবিকে জানিয়ে দেওয়া হয় যে, এদিন আর ক্রিকেটাররা মাঠমুখো হবেন না। মুম্বই ইন্ডিয়ান্সেরও এদিন ইডেনে নামার কথা ছিল। বৃষ্টিতে সেটাও বাতিল হয়েছে।

আরও পড়ুন-নাদালের সঙ্গে লড়াই, চ্যালেঞ্জ জকোভিচের

দুপুরের বৃষ্টি থেমে গেলেও মেঘ রয়েছে দেখে মাঠের উপর থেকে প্লাস্টিকের চাদর সরানোর ঝুঁকি নেননি মাঠকর্মীরা। হাওয়া অফিসের খবর, শুক্র ও শনিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে শনিবারের ম্যাচ নিয়ে আশঙ্কা রয়েছে।
লখনউ ম্যাচ খেলে নাইটরা শহরে পা রাখার পর থেকে এখনও পর্যন্ত ইডেন-মুখো হননি। হোটেলে জিম ও পুল সেশন এবং নিজেদের অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন তাঁরা। গৌতম গম্ভীর লখনউ থেকে দিল্লিতে গিয়েছিলেন। তিনি অবশ্য কলকাতায় ফিরে এসেছেন।

আরও পড়ুন-৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাসিত বজরং

এদিকে, বুধবার লখনউ হেরে যাওয়ার সঙ্গে সঙ্গেই এবারের আইপিএলে শেষ চারে যাওয়ার যাবতীয় আশা শেষ হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে গুজরাটের ঠিক উপরে নবম স্তানে। কেকেআরের ১১ ম্যাচে ১৬ পয়েন্ট। তারা আছে শীর্ষস্থানে। দ্বিতীয় স্থানে রাজস্থান রয়্যালস।
মুম্বইয়ে অ্যাওয়ে ম্যাচে কেকেআর মুম্বইকে হারিয়ে এসেছে। এবার শ্রেয়সরা হোম ম্যাচে কী করেন সেটাই দেখার। নাইটরা অবশ্য যে ফর্মে রয়েছে তাতে শনিবারের ম্যাচে তাদেরই ফেভারিট বলা হচ্ছে।

Latest article