নাদালের সঙ্গে লড়াই, চ্যালেঞ্জ জকোভিচের

চোট সারিয়ে ফিরে নাদাল এই টুর্নামেন্টে ফিরছেন। কেরিয়ারের শেষ লগ্নে এসে ২২ গ্র্যান্ড স্ল্যামের মালিক ফরাসি ওপেনে খেলা এখন শুধুই উপভোগ করতে চান।

Must read

রোম, ৯ মে : ক্লে-কোর্ট এবং রাফায়েল নাদাল সমার্থক হিসেবে ধরা হয়। সবথেকে বেশি ফরাসি ওপেন (১৪) জেতার রেকর্ড তাঁরই দখলে। এবার সেই ক্লে-কোর্টের সম্রাট রাফায়েল নাদালের ভূয়সী প্রশংসা করলেন নোভাক জোকোভিচ। তিনি জানালেন, ফরাসি ওপেনে নাদালের রেকর্ড অনবদ্য। রোল্যান্ড গারোসে ওর সঙ্গে খেলাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। ২০ মে থেকে শুরু হচ্ছে ফরাসি ওপেন। চোট সারিয়ে ফিরে নাদাল এই টুর্নামেন্টে ফিরছেন। কেরিয়ারের শেষ লগ্নে এসে ২২ গ্র্যান্ড স্ল্যামের মালিক ফরাসি ওপেনে খেলা এখন শুধুই উপভোগ করতে চান।

আরও পড়ুন-‘বিজেপির মিথ্যাচারের বেলুন চুপসে গিয়েছে’ ভার্চুয়াল সভায় তোপ অভিষেকের

অন্যদিকে, ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচের লক্ষ্য বছরের প্রথম ট্রফি জয়। এক সাক্ষাৎকারে জোকোভিচ বলেছেন, “নাদাল সেরা অ্যাথলিটদের একজন। ফরাসি ওপেনে বিপরীতে নাদাল থাকলে সেটাই আমার টেনিস সফরের সবথেকে বড় চ্যালেঞ্জ। বাকি খেলোয়াড়দের থেকে আমি বেশি খেলেছি নাদালের বিরুদ্ধে। রোল্যান্ড গারোসে ওর বিকল্প নেই, কত রেকর্ড রয়েছে ওর!” সার্বিয়ান কিংবদন্তি আরও বলেছেন, “ক্লে-কোর্টে ওর মতো একচ্ছত্র শাসন খুব কম খেলোয়াড়ের মধ্যে থাকে। আমি নিশ্চিত, এই টুর্নামেন্ট ওর কাছে আরও আবেগের হতে চলেছে।” প্রসঙ্গত, অবসর জল্পনা নিয়ে সম্প্রতি নাদাল জানিয়েছেন, এই মুহূর্তে তিনি জোরের সঙ্গে কোনও মতামত দেবেন না। শারীরিকভাবে তিনি সুস্থ।

Latest article