সেনার গুলিতে খতম ‘মোস্ট ওয়ান্টেড’ ৩ জঙ্গি

Must read

বড় সাফল্য। গুলির লড়াই জম্মু-কাশ্মীরে। ভারতীয় সেনার হাতে নিকেশ মোস্ট ওয়ান্টেড-এর তালিকায় থাকা লস্কর কমান্ডার ও তার দুই সহযোগী (Terrorist)। গত সোমবার কুলগামের রেডওয়ানি পায়েন এলাকায় একাধিক জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় গোয়েন্দারা। সেই খবর পেয়েই তল্লাশি অভিযানে নামে সেনা-পুলিশের যৌথবাহিনী। তার পরেই মেলে সাফল্য।

গুলির লড়াইয়ে নিকেশ হয় লস্কর–ই–তৈবার অন্যতম শীর্ষ কমান্ডার বাসিত আহমেদ দার। সে রেডওয়ানি পায়েন এলাকার বাসিন্দা। সঙ্গে খতম করা হয় বাসিতের আরেক সহযোগী মোমিন গুলজার ও ফাহিম আহমেদ বাবাকে।

আরও পড়ুন- বিজেপির নারীশক্তি সম্মানের ‘মডেল’ তুলে ধরল বিরোধী দলনেতা

কাশ্মীর পুলিশের আইজি ভিকে বিরডি জানিয়েছেন, ‘‌এটা আমাদের বড় সাফল্য। এই সন্ত্রাসবাদীরা (Terrorist) ১৮ জনকে খুন করেছিল। এই হত্যাকাণ্ডের মধ্যে নিরাপত্তা কর্মী, অসামরিক নাগরিক এবং সংখ্যালঘুরাও অন্তর্ভুক্ত রয়েছে।’ গত ৪ মে পুঞ্চের সুরানকোট এলাকায় বায়ুসেনার কনভয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। এই ঘটনায় শহিদ হন এক বায়ুসেনা জওয়ান। জখম হন আরও ৪ জন। দিন কয়েক আগে, এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়, নিয়ন্ত্রণরেখা বরাবর সন্ত্রাসবাদী হামলার লঞ্চিং প্যাডগুলো সক্রিয় করেছে পাক সেনা। সেখান থেকে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে।

Latest article