মুম্বই : কেকেআরের দল নির্বাচন নিয়ে সর্বস্তরে প্রশ্ন উঠছে। এতগুলি ম্যাচ খেলে ফেলার পরও প্রথম এগারো ঠিক করতে পারেনি শাহরুখ খানের দল। দলের ভিতর থেকে এত পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন টিম সাউদি। এবার প্যাট কামিন্সকে (Pat Cummins) কেকেআর দলে না দেখে প্রশ্ন তুলে দিলেন যুবরাজ সিংও (Yuvraj Singh)।
আরও পড়ুন: জনতার ডার্লিং থেকে সটান কারাগারে, আড়াই বছরের জেল বেকারের
তিনি (Yuvraj Singh) বলেছেন, ‘‘কামিন্সের (Pat Cummins) কি চোট আছে? ওকে না দেখে খুব অবাক হয়েছি।’’ পরপর কয়েকটি ম্যাচে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক অনেক রান দিয়েছেন। এরপরই তাঁর জায়গায় ফিরিয়ে আনা হয়েছে সাউদিকে। কিন্তু প্রাক্তন অলরাউন্ডার যুবরাজের বক্তব্য হল, কামিন্সের যদি চোট থাকে তাহলে অন্য কথা। নাহলে তাঁর মতো ক্রিকেটারকে বাদ পড়তে দেখে তিনি অবাক হয়েছেন। যুবির কথায়, ‘‘আমি কামিন্সকে বাইরে বসতে দেখে খুব অবাক হয়েছি। ওর চোট থাকলে অবশ্য অন্য কথা। কামিন্স বিশ্বমানের অলরাউন্ডার। কেউ ২-৩টি ম্যাচ খারাপ খেললেই সে আর ম্যাচ উইনার নয়, এই বিশ্বাস তৈরি হয় না। সে কিন্তু টানা তিনটি ম্যাচ দলকে জিতিয়েও দিতে পারে।” যুবরাজ এর সঙ্গে এটাও জানিয়েছেন, এটা তাঁর ব্যক্তিগত মতামত। এদিকে, প্রথম আন্তর্জাতিক ম্যাচের আগে অধিনায়ক সৌরভ যে তাঁকে ওপেন করার কথা বলে রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন, এক সাক্ষাৎকারে তাও জানিয়েছেন যুবি। এটা ছিল নেহাতই মজা। যুবরাজকে সৌরভ পাঁচেই পাঠিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে ১৮ বছরের যুবরাজ ৮৪ রান করেছিলেন। আর মজা করে সৌরভ তাঁকে শুরুতে যাওয়ার কথা বললেও আসলে তিনি নিজেই ওপেন করেছিলেন।