সংবাদদাতা, জঙ্গিপুর : শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে ফের সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে নামলেন জাকির হোসেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জোরকদমে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির। শুক্রবার বিকেলে জাকির বংশবাটি এবং রাতুরি গ্রামে গিয়ে সাধারণ মানুষদের মধ্যে নির্বাচনী প্রচার শুরু করলেন। ২০২১-এ কলকাতা যাওয়ার জন্য নিমতিতা স্টেশনে ট্রেন ধরতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন জাকির। তারপর থেকেই তাঁর হাঁটাচলায় সমস্যা রয়েছে।
আরও পড়ুন-বাম মুখপত্রে কেন্দ্রের বিজ্ঞাপন, নিন্দার ঝড়, ঝুলি থেকে বেরোল বেড়াল
সম্প্রতি আবার বাড়িতে সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পান। সম্প্রতি মালদায় প্রশাসনিক বৈঠক করতে এসে মুখ্যমন্ত্রী ওঁকে পরামর্শ দেন, দ্রুত ভাল হুইলচেয়ার কিনে চলাফেরা করতে। রঘুনাথগঞ্জ-১ ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষ বলেন, জাকির বরাবরই জনগণের নেতা। দীর্ঘদিন শয্যাশায়ী থাকায় সাধারণ মানুষের কাছে যেতে পারছিলেন না বলে মনোকষ্টে ছিলেন। কিছুটা সুস্থ হতেই আমাকে রাজনৈতিক কর্মসূচি ঠিক করার দায়িত্ব দেন।
শুক্রবার ঔরঙ্গাবাদের বাড়ি থেকে গাড়িতে বেরিয়ে বংশবাটি এবং রাতুরি গ্রামে পৌঁছে জাকির ওয়াকার নিয়ে কিছুটা হেঁটে একটি জায়গায় বসে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন। সঙ্গে ছিলেন জঙ্গিপুর পুরপ্রধান মফিজুল ইসলাম ও অন্য নেতারা।