প্রতিবেদন : ৫৪ দিনে পড়ল ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। রুশ সেনার একের পর এক হামলায় বিপর্যস্ত কিয়েভ, খারকিভ, মারিউপোল, সুমির মতো ইউক্রেনের একাধিক শহর। তবে ভ্লাদিমির পুতিনের বাহিনীকে পাল্টা জবাব দিচ্ছে ভলোদিমির জেলেনস্কির বাহিনীও। এমন পরিস্থিতিতে রাশিয়া পরমাণু হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি। সম্প্রতি পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে রাশিয়া (Russia)। আর তা নিয়েই উদ্বিগ্ন ইউক্রেন। বসে না থেকে সম্ভাব্য পরমাণু হামলার মোকাবিলায় বিশ্বকে প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন জেলেনস্কি।
আরও পড়ুন – ইন্দোরে তৈরি সিএনজি বাস নামছে শহরে
তিনি বলেছেন, রাশিয়া কবে পরমাণু হামলা চালাবে, সেজন্য অপেক্ষা করার দরকার নেই। আমাদের তৈরি থাকতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রেরও আশঙ্কা, ইউক্রেন দখলে সফল না হলে রাশিয়া (Russia) পরমাণু হামলা চালাতেই পারে। রুশ আগ্রাসনের পাল্টা জবাব দিলেও ধারে-ভারে রুশ সেনার সঙ্গে এঁটে উঠতে পারছে না ইউক্রেন। স্বাভাবিকভাবেই ভলোদিমির জেলেনস্কির দেশের ক্ষয়ক্ষতিই অনেক বেশি, ধনক্ষয়, প্রাণক্ষয় সবদিক থেকেই। রাজধানী কিয়েভ থেকে রুশ সেনা সরে যাওয়ার পর ৯০০ নাগরিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, এ পর্যন্ত তাঁর দেশের অন্তত ৩০০০ সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি। এদিকে, গতকালই মস্কোর এক টিভি চ্যানেলে দাবি করা হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ হবেই। কৃষ্ণ সাগরে রুশ নৌবাহিনীর জাহাজ মস্কোভা ডুবিয়ে দিয়েছে ইউক্রেন, তাই আর কোনও ক্ষমা নেই। যদিও ক্রেমলিনের তরফে দাবি করা হয়েছিল, নিছকই দুর্ঘটনায় ডুবে গিয়েছে জাহাজটি।