সংবাদদাতা, আলিপুরদুয়ার : দীর্ঘদিন ধরে আলিপুরদুয়ার জেলা পরিষদ পরিচালিত মাদারিহাট হাটের রাস্তার জায়গা দখল করে ব্যবসা করে যাচ্ছে বেশ কিছু ব্যাবসায়ী। তারা তাদের দোকানের পসরা, দোকান ঘর থেকে সাজাতে শুরু করে একেবারে হাটের মধ্যে মানুষের চলাচলের মূল রাস্তায় নিয়ে আসছে। দীর্ঘদিন ধরে এভাবেই চলে আসছিল। কিন্তু কয়েকদিন আগে দুর্গাপুজোর উদ্বোধন অনুষ্ঠানে মাদারিহাট গিয়ে বিষয়টি জানতে পারেন জেলা পরিষদের সদ্য দায়িত্ব পাওয়া সভাধিপতি স্নিগ্ধা শৈব।
আরও পড়ুন-উত্তর কাশ্মীরে সন্ত্রাসীদের হাতে নিহত পুলিশ, তিন দিনের মধ্যে তৃতীয় টার্গেট হামলা
সে সময় স্থানীয় কিছু মানুষ তাঁকে বিষয়টি জানালে, তিনি দেখবেন বলে আসেন। দুর্গাপুজোর অনুষ্ঠান মেটার পর মঙ্গলবার সকালে সভাধিপতি, জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ-সহ অন্যান্য অধিকারিকদের নিয়ে মাদারিহাট হাট পরিদর্শন করতে যান। সেখানে গিয়ে তিনি স্থানীয় ব্যবসায়ী, প্রশাসন ও দলীয় নেতৃত্ব সকলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাটের মধ্যে দিয়ে যাওয়া এই রাস্তাটি মাদারিহাট রেল স্টেশন ও হাসপাতাল যাওয়ার রাস্তা। এবং বিডিও অফিস যেতে হলেও স্থানীয় মানুষদের এই রাস্তাই ব্যবহার করতে হয়।
আরও পড়ুন-কেরালার ধারাবাহিক বিস্ফোরণের অভিযুক্তর ২৯শে নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজত
স্থানীয়দের দাবি, এই রাস্তা কিছু ব্যবসায়ী এমন ভাবে দখল করে রেখেছে যে, ইমার্জেন্সির সময় এই রাস্তা ব্যবহার করা মুশকিল হয়ে ওঠে। এই বিষয়ে সভাধিপতি স্নিগ্ধা শৈব জানিয়েছেন, স্থানীয় মানুষজন আমায় জানিয়েছিলেন বেশ কয়েকজন ব্যবসায়ী হাটের জায়গা দখল করে নিজেদের ইচ্ছেমতো দোকানের সীমানা বাড়িয়ে নিচ্ছে। আমরা এই নিয়ে যেসব অভিযোগ পেয়েছি, তার বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়া হবে জেলা পরিষদের পক্ষে।