প্রতিবেদন : ট্যুইটার কর্তা এলন মাস্কের সঙ্গে লড়াইয়ের ময়দান থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন মেটাকর্তা মার্ক জুকেরবার্গ। তিনি জানান, লড়াইয়ে নামতে তিনি নিজে যথেষ্ট আগ্রহী ছিলেন। কিন্তু ট্যুইটার কর্তার গড়িমসিতেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। মাস্কের পরিবর্তে অন্য কারও সঙ্গে লড়াইয়ে নামার আগ্রহ প্রকাশ করেছেন মেটা কর্তা। এদিকে জুকেরবার্গের মন্তব্য প্রকাশ্যে আসার পর তাঁকে পাল্টা ‘মুরগি’ বলে কটাক্ষ করেছেন এলন মাস্ক।
আরও পড়ুন-সেজে উঠেছে রেড রোড
এলন মাস্কের সঙ্গে লড়াইয়ের নামার ঘোষণা করেছিলেন মার্ক জুকেরবার্গ। দুই ধনকুবের টেককর্তার এই লড়াই উপভোগ করতে মুখিয়ে ছিল গোটা বিশ্ব। এমনকী এই দ্বৈরথ থেকে সংগৃহীত অর্থ সমাজকল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে বলেও ঘোষণা করেন মাস্ক। যদিও শেষ পর্যন্ত এই লড়াই থেকে পিছু হটলেন জুকেরবার্গ। এ প্রসঙ্গে তিনি জানান, এই লড়াইকে হালকাভাবে নিয়ে টালবাহানা করছেন মাস্ক। নয়া থ্রেডস প্ল্যাটফর্মে তিনি জানান, এই লড়াইয়ের ময়দানে নামতে এলন যে একেবারেই আগ্রহী নন সেটা আমরা সকলেই জেনে গিয়েছি। লড়াইয়ের তারিখ চূড়ান্ত হয়ে গিয়েছিল। চ্যারিটির বিষয়টিও পাকা হয়। কিন্তু ওই তারিখে সম্মতি জানাননি মাস্ক। প্রথমে অস্ত্রোপচারের অজুহাত দেখিয়েছিলেন। তারপর আমারই বাড়িতে অনুশীলন করতে চান তিনি। মাস্ক যদি সত্যিই এই দ্বৈরথে নামতে চান তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। তা না হলে লড়াইটা একেবারে বাতিল করে দিতে হবে। যারা খেলাধুলায় সত্যিই অংশ নিতে চান আমি তাঁদের সঙ্গে লড়াইয়ে নামব।
আরও পড়ুন-দেশে খুচরো মূল্যস্ফীতি ৭.৪৪%, ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ
এই মন্তব্য প্রকাশ্যে আসার পর পাল্টা জুকেরবার্গকে কটাক্ষ করেছেন এলন মাস্কও। এক্স প্ল্যাটফর্মে তিনি লেখেন, জুকেরবার্গ একটা মুরগি। যদিও মেটাকর্তার আনা অভিযোগগুলি নিয়ে কিছুই বলেননি তিনি। দিনকয়েক আগেই মাস্ক জানিয়েছিলেন, জুকেরবার্গ বনাম মাস্ক ফাইটটি সরাসরি সম্প্রচারিত হবে ‘এক্স-এ’। এই লড়াই থেকে সংগৃহীত অর্থ ব্যবহৃত হবে সামাজিক কাজের জন্য। মূলত প্রবীণ ব্যক্তিদের কাজে লাগবে এই অর্থ।
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…