২৪ ঘণ্টায় ১০ লক্ষ ৪২ হাজার আক্রান্ত আমেরিকায়

ইউরোপ ও আমেরিকা জুড়ে করোনার সংক্রমণ মাত্রাছাড়াভাবে বেড়েই চলেছে। পাশাপাশি বাড়ছে করোনার নতুন প্রজাতি ওমিক্রনের সংক্রমণও।

Must read

প্রতিবেদন : ইউরোপ ও আমেরিকা জুড়ে করোনার সংক্রমণ মাত্রাছাড়াভাবে বেড়েই চলেছে। পাশাপাশি বাড়ছে করোনার নতুন প্রজাতি ওমিক্রনের সংক্রমণও। ২০২১-এর শেষ দিকেও আমেরিকায় দৈনিক গড়ে আড়াই লক্ষের মতো মানুষ সংক্রামিত হচ্ছিলেন। কিন্তু গত কয়েকদিনে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। বলা যায় কার্যত কোভিডের বিস্ফোরণ ঘটেছে আমেরিকায়। ২৪ ঘণ্টায় ১০ লক্ষ ৪২ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন সেখানে। মার্কিন স্বাস্থ্য দফতর জানিয়েছে, কোভিডের দু’টি ঢেউয়ের তুলনায় তিনগুণ বেশি সংক্রমণ হয়েছে। ইতিমধ্যেই আমেরিকায় সাড়ে পাঁচ কোটি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। প্রতি ছ’জনের মধ্যে একজন কোভিডে আক্রান্ত। মৃত্যু হয়েছে ৮ লক্ষ ২৬ হাজার মানুষের।

আরও পড়ুন-করোনা আবহে ত্রিপুরায় প্রধানমন্ত্রীর সভা নিয়ে তীব্র সমালোচনা তৃণমূল কংগ্রেসের

একই অবস্থা ব্রিটেন, ফ্রান্স, জার্মানি-সহ ইউরোপের একাধিক দেশের। এরই মধ্যে আরও ভয়ঙ্কর খবর এসেছে ফ্রান্স থেকে। সেদেশে সন্ধান মিলেছে আইএইচইউ নামে করোনার আরও এক নতুন স্ট্রেনের। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই স্ট্রেনটির ৪৬ বার মিউটেশন হয়েছে। ফলে আইএইচইউ ওমিক্রনের থেকেও বেশি শক্তিশালী। টিকার সুরক্ষা বলয়কেও ভেদ করে সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অনেক বেশি। ইতিমধ্যেই এই নতুন স্ট্রেনে ফ্রান্সের ১২ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সকলেই আফ্রিকার দেশ ক্যামেরুন বেড়াতে গিয়েছিলেন।

Latest article