করোনা আবহে ত্রিপুরায় প্রধানমন্ত্রীর সভা নিয়ে তীব্র সমালোচনা তৃণমূল কংগ্রেসের

প্রধানমন্ত্রী সভা করে ত্রিপুরায় কোভিডকে আরও বেশি করে আমন্ত্রন জানালেন, তিনি কিভাবে দেশকে রক্ষা করবেন তীব্র সমালোচনা তৃণমূল কংগ্রেসের

Must read

প্রধানমন্ত্রী (Prime Minister) সভা করে ত্রিপুরায় (Tripura) কোভিডকে আরও বেশি করে আমন্ত্রন জানালেন, তিনি কিভাবে দেশকে রক্ষা করবেন তীব্র সমালোচনা তৃণমূল কংগ্রেসের

তিনি দেশের প্রধানমন্ত্রী। প্রথম দিন থেকেই কোভিড সামলাতে ব্যর্থ। এবার বিশেষজ্ঞরা যখন বলছেন দেশে তৃতীয় ঢেউ উপস্থিত তখন তিনি ত্রিপুরায় সভা করলেন। যে সভায় কোনো কোভিড বিধির বালাই ছিল না। কোভিডকে কার্য়ত পাত্তা না দিয়ে ত্রিপুরার মানুষকে বিপদ ডেকে আনলেন।

আরও পড়ুন-আংশিক লকডাউন জরুরি ছিল, সমর্থন বিড়িশ্রমিকদের

মঙ্গলবার ত্রিপুরায় প্রধানমন্ত্রীর এই নির্লজ্জপনার তীব্র সমালোচনা করেছে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস। যে ভাবে এই ওমিক্রন আতঙ্কের মধ্যেই এভাবে লোক জমায়েত করে সভা করলেন তা কোন আক্কেলে করলেন। এভাবে তিনি ত্রিপুরার মানুষকে দেশের জনসাধারণকে বাঁচাতে পারবেন? প্রশ্ন তৃণমূল কংগ্রেসের।

২১ এর বিধানসভা নির্বাচন এ বাংলায় ভরা কোভিডের মধ্যে আট দফা নির্বাচন করেছেন। কোনো কথা না শুনে। তার পরিনতি কি হয়েছে সকলেই জানে। তারপরও হুঁশ ফেরেনি বিজেপির। মোদী – শাহ র।

Latest article