বৃষ্টির সম্ভাবনা পৌষেই, বাড়তে চলেছে গরম

মঙ্গলবার ছিল এ বছরের শীতলতম দিন। এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস

Must read

প্রতিবেদন : মঙ্গলবার ছিল এ বছরের শীতলতম দিন। এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার তাপমাত্রা নেমেছিল ১৩.৫ ডিগ্রিতে। এর আগে গত বছরের ২০ ডিসেম্বর পারদ নেমেছিল ১১.২ ডিগ্রিতে। এখনও পর্যন্ত এটাই এ মরশুমের শীতলতম দিন।

আরও পড়ুন-২৪ ঘণ্টায় ১০ লক্ষ ৪২ হাজার আক্রান্ত আমেরিকায়

এর সঙ্গে পাল্লা দিয়ে কলকাতা সহ গোটা রাজ্যে চলছে শীত। পশ্চিমের জেলাগুলিতেও চলছে ঠান্ডার দাপট। তবে এবার তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আরও দিন দু’য়েক এই আবহাওয়াই চলবে। বৃহস্পতিবার থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রা। অন্তত সাতদিন বাড়তে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষে শহরের রাতের তাপমাত্রা পৌঁছতে পারে ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসে। দিনের তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২৭-২৮ ডিগ্রিতে। সবমিলিয়ে ঠান্ডার দাপট অনেকটাই কমতে পারে। এর নেপথ্যে শক্তিশালী জোড়া পশ্চিমি ঝঞ্ঝা। একটি ইতিমধ্যেই কাশ্মীরে প্রভাব ফেলতে শুরু করেছে।

আরও পড়ুন-করোনা আবহে ত্রিপুরায় প্রধানমন্ত্রীর সভা নিয়ে তীব্র সমালোচনা তৃণমূল কংগ্রেসের

অন্যটি আসছে ৭-৯ জানুয়ারির মধ্যে। ফলে একটানা অনেকদিন দুর্বল থাকবে উত্তরের হিমেল হাওয়া। বৃহস্পতিবার বেশকিছুটা বদলে যাবে বাংলার আবহাওয়া। ফের পশ্চিমি ঝঞ্ঝার কারণে একধাক্কায় বেশকিছুটা বাড়বে তাপমাত্রা। সেই সঙ্গে দেখা দিতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। হাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার অবধি বাংলার উত্তর এবং দক্ষিণের সমস্ত জেলায় শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে। তারপর থেকেই আসবে বদল। চড়বে পারদ, নামতে পারে বৃষ্টি।

Latest article