স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ ১০ লাখ

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : স্বনির্ভর গোষ্ঠীকে আর্থিকভাবে আরও মজবুত করতে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে রাজ্য সরকার। শিলিগুড়ি রামকিঙ্কর হলে উত্তরবঙ্গের পাঁচ জেলা পুরসভার এনইউএলএম ও পুরসভা ভিত্তিক  প্রশিক্ষণ শিবির হয়। এখানেই ঘোষণা করা বিশেষ ঋণের কথা। ছিলেন রাজ্য অ্যাডিশনাল এনএলইউএমের মিশন ডিরেক্টর সায়ন সেন। তিনি বলেন, ‘আলিপুরদুয়ার, কোচবিহার, হলদিবাড়ি, মালবাজার, দার্জিলিং— পাঁচ পুরসভার আওতায় স্বনির্ভর গোষ্ঠী গঠনের অনেকটা পিছিয়ে রয়েছে। আর্থিক বর্ষ শেষ হওয়ার আগে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও মজবুত করতে পুরসভাকে এগিয়ে আসতে হবে।’

আরও পড়ুন : ভারতেও প্রমাণ মিলল ওমিক্রনের, কর্নাটকে দুজনের শরীরে পাওয়া গেল নমুনা

পাশাপাশি ঋণের বিষয়ে পুরসভাগুলিকে তৎপর হয়ে ব্যাঙ্কের কাজগুলি দ্রুত করার নির্দেশ দেন। একই সঙ্গে কোচবিহার জেলার ক্ষেত্রে হেরিটেজ প্রজেক্টের আওতায় স্বনির্ভর গোষ্ঠী গড়ে মহিলা ও যুবকদের কাজে লাগানোর কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের ব্যবসায়িক প্রসারের ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছেন বরাবরই। এবার ম্যুখমন্ত্রীর পরিকল্পনার বাস্তবায়নে একাধিক কাজের প্রস্তাব চান সায়ন সেন। উপস্থিত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকার সবসময় পাশে আছে। উন্নয়নক্ষেত্রে আপনাদেরও এগিয়ে আসতে হবে। বাড়াতে হবে কাজের গতি।’ শিলিগুড়ির প্রশাসনিক বোর্ডের সদস্য রঞ্জন সরকার বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশমতো সমাজে মহিলাদের এগিয়ে নিয়ে যেতে অনেকগুলি স্বনির্ভর গোষ্ঠী গড়ে উঠেছে পুরসভার উদ্যোগে। প্রায় ১৮০০ গোষ্ঠী রয়েছে। ক্রেডিট লিংকেজ এবং ঋণদানের ক্ষেত্রেও অনেকটাই এগিয়ে রয়েছে শিলিগুড়ি।’

Latest article