১০০ ব্যবসায়ী ঘর পেলেন, দিল পুরসভা

জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে ১০০ জন ব্যবসায়ীর হাতে দিনবাজার মার্কেট কমপ্লেক্সের ঘরের দায়িত্ব তুলে দেওয়া হল

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে ১০০ জন ব্যবসায়ীর হাতে দিনবাজার মার্কেট কমপ্লেক্সের ঘরের দায়িত্ব তুলে দেওয়া হল। বৃহস্পতিবার পুরসভার প্রয়াস হলে এক অনুষ্ঠানে এই একশো ব্যবসায়ীর হাতে ঘরের কাগজপত্র তুলে দেওয়া হয়।

আরও পড়ুন-সাগরে আগুনে ছাই ১২ দোকান ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মন্ত্রী

পুরপ্রধান পাপিয়া পাল বলেন, প্রথমেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব, উনি এই ধরনের একটি সুন্দর মার্কেট কমপ্লেক্স তৈরি করে দিয়েছেন বলে। দ্বিতীয় পর্যায়ে আজ ব্যবসায়ীদের মার্কেট কমপ্লেক্সের ঘরের দায়িত্ব দেওয়া হল। বিদ্যুৎ-সহ যেসব বিষয় প্রয়োজন, সেইসব বিষয় এসজেডিএ-কে বলে দ্রুতই সমাধান করা হবে বলেও তিনি জানান। ব্যবসায়ীরা মার্কেট কমপ্লেক্সে ঘর পেয়ে খুবই খুশি। তাঁরা ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল পুরপ্রধান পাপিয়া পালকে।

Latest article