সংখ্যালঘুদের সচ্ছল ও স্বনির্ভর করতে ১০৫ কোটি টাকার ঋণ

একাধিক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই ঋণ পেয়ে নিজেদের ব্যবসা করতে পারবেন। ফলে জেলাতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : গ্রামীণ এবং শহর এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ঋণ প্রদানে করে কর্মসংস্থান এবং সাধারণ মানুষের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার বহরমপুরে, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাকক্ষে এক অনুষ্ঠান হল। সেখানে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের উদ্যোগে প্রায় ১০৫ কোটি টাকার ঋণ প্রদান করা হল। ছিলেন সংখ্যালঘু দফতরের মন্ত্রী গোলাম রব্বানি, জেলা পরিষদ সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস, উদ্যানপালন মন্ত্রী সুব্রত সাহা ও জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ ও বিধায়ক।

আরও পড়ুন-থানায় বাজি ফেটে মৃত ১

রব্বানি বলেন, ‘সংখ্যালঘু দফতর থেকে যে সমস্ত প্রকল্প চলে তার সব থেকে বেশি সুবিধা পায় মুর্শিদাবাদ জেলার মানুষ, যেহেতু এই জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস সবথেকে বেশি। জানান, এদিন জেলায় মোট ১০৫.৩০ কোটি টাকার টার্ম লোন এবং ডিএলএস লোন দেওয়া হল।’ শামসুজ্জোহা জানান, জেলার প্রায় ১১০ জন উপভোক্তার হাতে বিভিন্ন মেয়াদের ঋণের কাগজ দেওয়া হল। একাধিক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই ঋণ পেয়ে নিজেদের ব্যবসা করতে পারবেন। ফলে জেলাতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে।

Latest article