২৩ ও ২৪ ভোটের পর বিজেপি নেতারা বাংলাদেশে পালাবে

বুধবার সুন্দরবনের সামশেরনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া শীতবস্ত্র বিতরণে করতে গিয়ে এমনই মন্তব্য করেন

Must read

সুমন তালুকদার, সামশেরনগর : রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বদা মানুষের সঙ্গে, মানুষের পাশে থাকেন। তাই ২০২৩ এ পঞ্চায়েত নির্বাচন ও ২০২৪-এ লোকসভা নির্বাচনের পর বিজেপি নেতাদের আর খুঁজে পাওয়া যাবে না। তারা বাংলাদেশে পালাবে বলে দাবি করেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার সুন্দরবনের সামশেরনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া শীতবস্ত্র বিতরণে করতে গিয়ে এমনই মন্তব্য করেন।

আরও পড়ুন-সংখ্যালঘুদের সচ্ছল ও স্বনির্ভর করতে ১০৫ কোটি টাকার ঋণ

জ্যোতিপ্রিয় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বদা সবসময় মানুষের পাশে থাকেন। তিনি সর্বদাই গরিব মানুষের কথা ভাবেন বলেই নানান প্রকল্পের উদ্ভাবন করেন। তাই ২৩ এ পঞ্চায়েত নির্বাচন ও ২৪ এর লোকসভা নির্বাচনের পর বিজেপি নেতাদের আর খুঁজে পাওয়া যাবে না। পঞ্চায়েত ভোটে এই জেলায় দুই একটি আসন পাবে কিনা সন্দেহ আছে। পরাজয় মেনে তারা বাংলাদেশে পালাবে। কিন্তু পাশেই সুন্দরবনের জঙ্গল সেখানে ডেঙ্গায় বাঘ, জলে কুমির খেয়ে ফেলবে। যতই কুৎসা অপপ্রচার করুক কোনোমতে তৃণমূলকে রাজ্য থেকে হঠানো যাবে না। আমরা সর্বদাই মানুষের পাশে সবসময় থাকি।

Latest article