ছত্তিশগড়ে ৪০ ফুট গভীর খাদানে বাস উলটে মৃত ১১

বাসে চেপে ফিরছিলেন একটি বেসরকারি সংস্থার কর্মচারীরা। কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Must read

মঙ্গলবার রাত ন’টা নাগাদ ছত্তিশগড়ে (Chattisgarh) কুমহারি থানার অন্তর্গত খাপরি গ্রামের কাছে ৪০ ফুট গভীর খাদানে বাস উলটে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। বাসে চেপে ফিরছিলেন একটি বেসরকারি সংস্থার কর্মচারীরা। কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।হঠাৎ বাসটি খাদানে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। শুরু করা হয় উদ্ধারকাজ।

আরও পড়ুন-পাঁচ দাবি, রাজ্যপালকে চিঠি তৃণমূলের

দুর্গের পুলিশ সুপার জিতেন্দ্র শুক্লা এই বিষয়ে জানান, ‘এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। প্রায় ২৪ জন আহত হয়েছেন। ওই বাসে মোট ৩৫ জন ছিলেন। বাসটি রাস্তা থেকে পিছলে গিয়ে ৪০ ফুট গভীর খাদানে পড়ে যায়।’ পুলিশ আরও জানিয়েছে, বাসটি যে খাদানে পড়ে যায়, সেটি মাটির খাদান। নির্মাণকাজের জন্য ব্যবহার করা হয়। জানা যায় বাসের ভিতরে এখনও অনেকে আটকে আছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সেই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। আহত শ্রমিকদের চিকিৎসার জন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে।

Latest article