রাজস্থানে ভয়াবহ পথদুর্ঘটনা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১১

Must read

ভয়াবহ পথদুর্ঘটনা রাজস্থানে (Rajastan Road accident)। যান্ত্রিক গোলযোগের কারণে বাস থেকে নেমে জাতীয় সড়কে নেমে দাঁড়ান বেশ একাধিক যাত্রী। ঠিক তখনই দ্রুত গতিতে আসা একটি ট্রাক পিষে দেয় ওই বাসযাত্রীদের। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জন বাসযাত্রীর। জখম আরও ১২জন। ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে।

আরও পড়ুন- অভিষেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে না : আদালত

জানা গিয়েছে, রাজস্থানের (Rajastan Road accident) পুষ্কর থেকে যাত্রীবোঝাই বাসটি যাচ্ছিল উত্তরপ্রদেশের বৃন্দাবনে। জয়পুর-আগ্রা জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে লক্ষণপুরের অন্তরা উড়ালপুলের উপর বাসটিতে যান্ত্রিক সমস্যা দেখা যায়। সেখানেই দাঁড়িয়ে পড়ে বাসটি। তেল ফুরিয়ে গিয়েছে নাকি দেখতে বাসের চালক, সহকারী এবং বেশ কয়েক জন যাত্রী বাস থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তাঁদের সামনে দাঁড়িয়েছিল বাসটি। এমন সময় পিছন থেকে একটি ট্রাক সজোরে ধেয়ে এসে তাঁদের ধাক্কা মারে। তার পর ট্রাকটি সোজা গিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসটিতে। মৃতদের মধ্যে পাঁচ জন পুরষ এবং বাকি ছ’জন মহিলা। মৃতেরা সকলেই গুজরাতের ভাবনগরের বাসিন্দা বলেই খবর। প্রাথমিক উদ্ধারকাজের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহত এবং নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।

Latest article