বৃষ্টি বিধ্বস্ত তামিলনাড়ুতে ১১ টন ত্রাণ সামগ্রী বিলি

থুথুকুডি-পালয়ামগোত্তাই জাতীয় মহাসড়কের আন্তোনিয়ারপুরমের কাছে একটি সেতু অতিবৃষ্টির সময় ভেঙ্গে গিয়েছিল যার ফলে বন্যা পরিস্থিতি হয়ে যায়।

Must read

১৭ই ডিসেম্বর এবং ১৮ই ডিসেম্বর দুই দিনের ভারী বৃষ্টি তামিলনাড়ুর (TamilNadu) চারটি জেলাকে বিধ্বস্ত করে দিয়েছে। বৃষ্টি থামলেও সেখানে সাধারণ মানুষ এখনও খাদ্য ও জলের সংকটের সম্মুখীন হয়েছে৷ বৃষ্টি-বিধ্বস্ত অঞ্চলে ঘাটতির ফলে, ভারতীয় বিমান বাহিনী (Indian Airforce) শনিবার তামিলনাড়ুর বৃষ্টি-বিধ্বস্ত থুথুকুডি জেলায় ১২টি বিভিন্ন জায়গায় ১১ টন ত্রাণ সামগ্রী ফেলেছে। দক্ষিণ তামিলনাড়ুর বৃষ্টি-বিধ্বস্ত এলাকায় এখনও পর্যন্ত, আইএএফ ৫৯ টন ত্রাণ সামগ্রী ওপর থেকে ফেলেছে।

আরও পড়ুন-আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রাশিদ খান

ত্রাণসামগ্রী নামানোর সঙ্গে একটি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) টিম শনিবার পুলিশের সাথে SIPCOT শিল্প এলাকায় বিপর্যস্ত জনসাধারণকে উদ্ধার করেছে। তামিলনাড়ুর মুখ্য সচিব শিব দাস মীনা শনিবার জেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করেছেন। আন্তোনিয়ারপুরম এলাকায় ত্রাণ বিলির কাজ পুরোদমে চলছে বলে জানা গেছে। এই এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আরও পড়ুন-বেঙ্গালুরুতে ছাত্রছাত্রীদের দিয়ে স্কুলের শৌচালয় পরিষ্কার করানোর ভিডিও ভাইরাল

থুথুকুডি-পালয়ামগোত্তাই জাতীয় মহাসড়কের আন্তোনিয়ারপুরমের কাছে একটি সেতু অতিবৃষ্টির সময় ভেঙ্গে গিয়েছিল যার ফলে বন্যা পরিস্থিতি হয়ে যায়। অন্যদিকে থুথুকুডি-তিরুচেন্দুর সড়কের ইরাল এবং আত্তুরের সেতুগুলিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রীবৈকুন্তম, আত্তুর, ইরাল, আগরাম এবং কায়ালপট্টিনাম এলাকায়ও পুনরুদ্ধারের কাজ চলছে যা এখনও জলমগ্ন। একটি কেন্দ্রীয় দল ইতিমধ্যেই জেলায় বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছে।

Latest article