আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রাশিদ খান

অসুস্থ রাশিদ খান (Rashid Khan)। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী অসুস্থ। সংকটজনক অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন

Must read

অসুস্থ রাশিদ খান (Rashid Khan)। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী তিনি। সংকটজনক অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। বেশ কয়েক বছর ধরে কর্কট রোগে আক্রান্ত তিনি। প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন এই ধ্রুপদী সঙ্গীতশিল্পী। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসাতে সাড়া দিচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছে তাঁর। তারপর থেকেই অবস্থা বেশ গুরুতর। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন এই সঙ্গীত শিল্পী।

আরও পড়ুন-বেঙ্গালুরুতে ছাত্রছাত্রীদের দিয়ে স্কুলের শৌচালয় পরিষ্কার করানোর ভিডিও ভাইরাল

রাশিদ খানের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলেও পরিবারের তরফ থেকে কোন খবর দেওয়া হয় নি। তাঁর ঘনিষ্ঠ মহল ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বর্তমানে তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। আপাতত আইটিউতে ভর্তি রয়েছেন রাশিদ খান। তাঁকে পর্যবেক্ষণ করেছেন মেডিসিন ও চিকিৎসকদের একটি বিশেষ দল। এক বিশেষ স্নায়ুচিকিৎসকও রয়েছেন চিকিৎসকদের দলে। অবস্থার অবনতি না হলেও পরিস্থিতি এখনও যথেষ্ট জটিল।

আরও পড়ুন-করোনা রিপোর্ট পজেটিভ এলেই করতে হবে জিনোম সিকোয়েন্সিং

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম হয়েছে সংগীতশিল্পী রাশিদ খানের । তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। ইনায়েত হুসেন খাঁ-সাহিব এই ঘারানাটির প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর এই অসুস্থতায় সোশ্যাল মিডিয়া জুড়ে উদ্বেগ প্রকাশ করছেন তাঁর অনুরাগীরা। বছরের শেষে এমন খবরে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে সঙ্গীত জগতে। সকলেই শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছেন।

Latest article