১১০০ ইলেকট্রিক বাস নামতে চলেছে কলকাতায়

কিন্তু আসল ব্যাপার হল এই বাস চালানোর ক্ষেত্রে চার্জিং স্টেশন থাকাটা জরুরী। বাসগুলিকে নিয়মিতভাবে চার্জ করতে হয়।

Must read

দুষণমুক্ত কলকাতা (pollution free Kolkata) তৈরী করতে কিছুটা হলেও ইতিবাচক পদক্ষেপ নিল রাজ্য সরকার। বিধানসভা (Bidhansabha) এস্টিমেট কমিটি কলকাতার রাস্তায় আরও ইলেকট্রিক বাস বা ই বাস নামানোর সুপারিশ করেছে। কলকাতার রাস্তায় আরও ইলেকট্রিক বাস নামানোর ব্যাপারে সুপারিশ করেছিলেন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের নেতৃত্বে ২০ সদস্যের কমিটি।

আরও পড়ুন-চিলিগামী বিমানে মাঝআকাশে মৃত্যু পাইলটের!

কলকাতা শহর ক্রমেই দুষণ নগরীতে পরিণত হচ্ছিল। তবে সময়ের সাথে কিছুটা বদলাচ্ছে। আগের মত কালো ধোঁয়া খুবই কম দেখা যায়। পুরোনো আমলের বাসের তুলনায় এই ইলেকট্রিক বাস কিছুটা হলেও পরিবেশ বান্ধব। তাই দুষণ তুলনায় অনেকটা কম হয়। জ্বালানির দাম বাড়ছে, সেখানে এই বাস চালানো কিছুটা হলেও সাশ্রয়ের।

আরও পড়ুন-বাংলাই দেশের সেরা, ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

কিন্তু আসল ব্যাপার হল এই বাস চালানোর ক্ষেত্রে চার্জিং স্টেশন থাকাটা জরুরী। বাসগুলিকে নিয়মিতভাবে চার্জ করতে হয়। ২০১৯ সালে কলকাতায় প্রথম এই ধরনের বাস নামানো হয়েছিল। সময়ের সাথে এই বাসের সংখ্য়া বৃদ্ধি পেয়েছে। জানা যাচ্ছে, নতুন করে রাজ্য সরকার ১১০০ ই-বাস নামানোর ব্যাপারে পরিকল্পনা নিচ্ছে। সাধারণ বাসগুলিকে ই-বাসে রূপান্তরিত করা যায় কি না সেই বিষয়টিও দেখা হচ্ছে।

Latest article