চিলিগামী বিমানে মাঝআকাশে মৃত্যু পাইলটের!

Must read

মাঝ আকাশে বিমানের শৌচালয়ে মৃত্যু হল পাইলটের (Pilot)। বিপদে পড়েন বিমানে থাকা ২৭১ জন যাত্রী। শেষ পর্যন্ত সহকারি পাইলট বিমানটিকে পানামা বন্দরে জরুরি অবতরণ করান। বিমানের যাত্রীরা সুরক্ষিত রয়েছেন।

রবিবার রাতে ল্যাটাম এয়ারলাইন্সের বিমানটি মিয়ামি থেকে রওনা দেয়। তার ঠিক তিন ঘণ্টা পর থেকেই অসুস্থ হয়ে পড়েন বিমানের পাইলট (Pilot)। ৫৬ বছর বয়সি পাইলট ইভান অ্যান্ডুকে বিমানেই আপতকালীন চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তিনি কোনোমতেই সুস্থ, স্বাভাবিক হতে পারছিলেন না। এরপর তিনি নিজেই শৌচালয়ে যান। সেখানেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন: বাংলাই দেশের সেরা, ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

মেডিক্যাল এমারজেন্সির কথা জানিয়ে সহকারি পাইলট পানামা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেন। সবুজ সংকেত পেয়ে সেখানে বিমানটিকে জরুরি অবতরণ করান তিনি। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে ২৫ বছরের উড়ানের অভিজ্ঞতা সম্পন্ন পাইলটের অ্যান্ডুর। অবশেষে মঙ্গলবার বিকল্প উড়ানেই ২৭১ জন যাত্রীকে চিলিতে নিয়ে যাওয়া হয়েছে। পাইলট অ্যান্ডুর অকাল মৃত্যুতে শোকজ্ঞাপন করেছে বিমানসংস্থার কর্মীরা।

Latest article