সুস্মিতা মণ্ডল, কাকদ্বীপ : তেলিয়া ভোলা মানেই মৎস্যজীবীদের লক্ষ্মীলাভ। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিলল বহুমূল্যের শতাধিক তেলিয়া বা তেলে ভোলা। সোমবার রাতে, ডায়মন্ড হারবার নগেন্দ্রবাজার আড়তে ১১৪টি মাছ বিক্রি হল ৬০ লক্ষের বেশি টাকায়। ৮০টি স্ত্রী মাছের দাম ছিল সবচাইতে বেশি। এর মধ্যে দুটির ওজন ছিল ৪০ ও ৩২ কেজি।
আরও পড়ুন-বিজেপি সাংসদকে কালো ছাতা দেখিয়ে বিক্ষোভ
বাকি মাছের ওজন ছিল ১০ থেকে ২০ কেজির মধ্যে। এদিন কেজিপ্রতি মাছের পাইকারি দাম উঠেছিল প্রায় সাড়ে চার হাজার টাকা। ইলিশের মরশুমে জ্বালানি পুড়িয়ে ট্রলারগুলো গভীর সমুদ্রে পাড়ি দিয়েও খালি হাতে ফিরতে হয়েছে। ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল বহু ট্রলার-মালিককে। গত শনিবার বিকেলে কাকদ্বীপের ট্রলার এফবি গিরিবালা গভীর সমুদ্রে জাল পাতে। তাতেই ওঠে মাছগুলি। রাতে আড়ত থেকে মাছগুলি পাইকারি দরে কিনে নিয়ে যান কলকাতার একাধিক পাইকার। এই মাছের পটকা থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয় বলে দাম এত বেশি।