বিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১২

বিহারে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১২ জনের। মৃতদের মধ্যে ৪ শিশু রয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন৷

Must read

প্রতিবেদন : বিহারে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১২ জনের। মৃতদের মধ্যে ৪ শিশু রয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। রবিবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলায়।

আরও পড়ুন-প্ল্যাটফর্মে মালগাড়ি, মৃত ৩

পুলিশ জানিয়েছে, রবিবার রাত ৯ নাগাদ বিহারের সুলতানপুরের কাছে মহানর-হাজিপুর হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ভূমিয়া বাবার পুজো উপলক্ষে পুণ্যার্থীরা জাতীয় সড়কের পাশে একটি অশ্বত্থ গাছকে ঘিরে ভিড় করেছিলেন৷ সে সময় দুরন্ত গতিতে ছুটে আসা একটি ট্রাক পিষে দেয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষগুলিকে৷ ট্রাক চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা৷ স্থানীয় কংগ্রেস বিধায়ক প্রতিমা কুমারীর অভিযোগ, ট্রাক চালক মত্ত অবস্থায় ছিলেন। সে কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে জটলার মধ্যে ঢুকে পড়ে৷ দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের মধ্যেই চালক আটকে পড়েন৷ দুর্ঘটনায় ট্রাক চালকও প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন-পরাজিত মাহাথির

বৈশালীর পুলিশ সুপার মণীশ কুমার জানিয়েছেন, গ্রামে একটি বিয়ে উপলক্ষে পুজো ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল৷ গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে অনেক দেরি করেছে৷ পুলিশ সুপার অবশ্য দেরিতে ঘটনাস্থলে পৌঁছনোর কথা অস্বীকার করেন। দুর্ঘটনার পর প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ এসে তাঁদের সঙ্গে যোগ দেয়। এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতদের চিকিৎসা সব ধরনের ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Latest article