প্রতিবেদন : বিজেপি-শাসিত হরিয়ানায় নারী হেনস্থার ঘটনা এবার সরকারি স্কুলে। ১৪২ জন ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে খোদ স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে। হরিয়ানার জিন্দে জেলার সরকারি স্কুলের এই ঘটনায় শোরগোল ছড়ায়। অভিযোগ ওঠে, পুলিশকে ঘটনার কথা জানানোর পরেও তারা দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিল। পরে চাপে পড়ে শীতঘুম ভাঙে তাদের। অভিযুক্ত প্রিন্সিপালকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন-৬ লক্ষ হাঁস-মুরগি প্রাণিসম্পদ দফতরের
উত্তরপ্রদেশ হোক কিংবা মধ্যপ্রদেশ যেখানেই বিজেপি-শাসিত ডবল ইঞ্জিন সরকার, সেখানেই নারী সুরক্ষা প্রশ্নের মুখে। মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে নারী নির্যাতনের ঘটনা শিরোনাম হয়ে ওঠার সংখ্যা বেড়েছে। সবথেকে এগিয়ে উত্তরপ্রদেশ। আর এবার হরিয়ানার সরকারি স্কুলেই ছাত্রীদের যৌন হেনস্থার মতো জঘন্য অপরাধ সামনে এল। প্রাথমিকভাবে ৬০ জন ছাত্রী প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ আনেন, পরে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১৪২। অভিযোগ, বছরের পর বছর ধরে কুকর্ম চালিয়ে যাচ্ছিলেন ওই প্রিন্সিপাল।
আরও পড়ুন-কর্মীদের বকেয়া টাকা, সঙ্গে উপহার গাছ
জিন্দ জেলার সহকারী পুলিশ কমিশনার মহম্মদ ইমরান রেজা বলেন, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন তদন্ত কমিটি মোট ৩৯০ জন মেয়ের বক্তব্য রেকর্ড করেছে। তার মধ্যে ১৪২ জনের যৌন নির্যাতনের অভিযোগ আমরা শিক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পরবর্তী পদক্ষেপের জন্য পাঠিয়েছি। অভিযুক্ত প্রিন্সিপাল বর্তমানে জেলবন্দি।