কর্মীদের বকেয়া টাকা, সঙ্গে উপহার গাছ

অধিকাংশ কর্মী ২০২৫ সালের মধ্যে অবসর নেবেন৷ সেক্ষেত্রে পুরসভায় নিয়োগের জন্য রাজ্যকে আবেদন জানিয়েছে কোচবিহার পুরসভা৷

Must read

সংবাদদাতা, কোচবিহার : অবসরপ্রাপ্ত পুরসভার কর্মীদের হাতে গ্র্যাচুইটির বকেয়া মিটিয়ে দিল কোচবিহার পুরসভার। বৃহস্পতিবার ১৩ জন অবসর প্রাপ্তের হাতে চেক তুলে দেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এরইসঙ্গে সবুজায়নের বার্তা দিতে প্রত্যেক কর্মীদের হাতে একটি করে নারকেল গাছ তুলে দেন পুরসভার চেয়াম্যান। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ২০২০ সালে অবসর নেওয়া ১৩ জন কর্মীর বকেয়া গ্র্যাচুইটির টাকা মিটিয়ে দেওয়া হল।

আরও পড়ুন-ওরা সিপিএমের থেকেও অত্যাচারী, বিজেপিকে তোপ দাগলেন বীরবাহা

মোট ৬৫ লক্ষ ৭৭ হাজার ৬২৫ টাকা মেটাল কোচবিহার পুরসভার। চেকের মাধ্যমে টাকা তুলে দেওয়া হয়েছে৷ পুরসভা চেষ্টা করছে পুরকর্মীদের অবসরের দিন পেনশনের পেপারের সঙ্গে গ্র্যাচুইটির টাকা মিটিয়ে দেওয়া হবে৷ জানা গেছে গ্র্যাচুইটি বাবদ ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত অবসর প্রাপ্ত কর্মীদের প্রায় সাড়ে তিন কোটি টাকা বকেয়া আছে৷ এই টাকাও মেটানোর চেষ্টা করছে পুরসভা। জানা গেছে কোচবিহার পুরসভায় ৪৪৩ জন পুরসভার স্থায়ী কর্মীর মধ্যে ১৮৯ জন এখনও কর্মরত আছেন। অধিকাংশ কর্মী ২০২৫ সালের মধ্যে অবসর নেবেন৷ সেক্ষেত্রে পুরসভায় নিয়োগের জন্য রাজ্যকে আবেদন জানিয়েছে কোচবিহার পুরসভা৷

Latest article