৬ লক্ষ হাঁস-মুরগি প্রাণিসম্পদ দফতরের

এবার মালদহ জেলা জুড়ে রেকর্ড পরিমাণে হাঁস মুরগি বিতরণ করবে প্রাণিসম্পদ দফতর। আর এই জন্য চলছে চূড়ান্ত প্রস্তুতি।

Must read

সংবাদদাতা, মালদহ : এবার মালদহ জেলা জুড়ে রেকর্ড পরিমাণে হাঁস মুরগি বিতরণ করবে প্রাণিসম্পদ দফতর। আর এই জন্য চলছে চূড়ান্ত প্রস্তুতি। ২৩-২৪ আর্থিক বছরে ৬ লক্ষ হাঁস মুরগি বিতরণ করা হবে বলে প্রাণিসম্পদ দফতর সূত্রে জানা গেছে। শুধু তাই নয়, বকনা বাছুর, শূকর, ছাগলও বিলি করা হবে। মালদহ জেলায় ১৫টি ব্লক রয়েছে। ইতিমধ্যেই জেলার ১৫টি ব্লকে ১ লক্ষ ৬০ হাজার হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। লক্ষমাত্রা নেওয়া হয়েছে ৬ লক্ষ। তা নির্দিষ্ট সময়ে পূরণ করা হবে।

আরও পড়ুন-কর্মীদের বকেয়া টাকা, সঙ্গে উপহার গাছ

এছাড়াও ১৫টি ব্লকে ৯০টি বকনা বাছুর, ১৪০টি শূকর, ১৫০০ ছাগল বিতরণ করা হবে। প্রতিটি ব্লকের ১৯টি করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ১৫টি করে ছাগল প্রদান করা হবে। প্রাণিসম্পদ দফতরের এই উদ্যোগের ফলে উপকৃত হবেন পশু প্রতিপালকেরা। পাশাপাশি হাঁস, মুরগি, বকনা বাছুর, ছাগল প্রতিপালনে আগ্রহ বাড়াতে ইতিমধ্যেই জেলা জুড়ে শুরু হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী। এর মাধ্যমে প্রগতিশীল প্রাণী পালকদের উৎসাহ প্রদানের জন্য পুরস্কৃত করা হচ্ছে। এ বিষয়ে দফতরের আধিকারিক উৎপল কর্মকার জানান, মালদহ জেলায় ৬ লক্ষ হাঁস-মুরগি বিতরণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Latest article