বিহারে বিষমদে মৃত ১৮, অসুস্থ বহু

Must read

প্রতিবেদন : মদ নিষিদ্ধ বিহারে (Toxic Liquor- Bihar) ফের বিষমদের বলি ১৮ জন। নীতীশ কুমারের বিহারের ছাপড়ায় বিষমদ পান করে প্রাণ হারালেন কমপক্ষে ১৮ জন। বিষমদ পান করে অসুস্থ হয়ে পড়ায় কয়েকজন হাসপাতালে ভর্তি। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। পুলিশ জানিয়েছে, ছাপড়ার একটি গ্রামে বিষমদ (Toxic Liquor- Bihar) খেয়ে বাড়িতেই ৭ জনের মৃত্যু হয়। পরে ছাপড়া জেলা হাসপাতালে বাকিরা মারা যান। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতদের পরিবারের দাবি, বিষমদ পানই মৃত্যুর কারণ। এদিকে বিষমদ কাণ্ডে নীতীশ কুমারের সরকারকে তুলোধনা করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক জনক সিং। তিনি বলেছেন, রাজ্যে হাজার হাজার মানুষ বিষাক্ত মদ পান করে মারা যাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই করছেন না। এর দায় তাঁকেই নিতে হবে। একের উপর এক মৃত্যুর খবর আসতেই জেলা প্রশাসন তৎপর হয়ে উঠেছে। ঘটনাস্থলে পাঠানো হয়েছে বিশেষ মেডিক্যাল টিম। জেলাশাসক ইতিমধ্যেই ঘটনাস্থলে পদস্থ আধিকারিকদের পাঠিয়েছেন এবং যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত ২০১৬ সালে বিধানসভা ভোটে জেতার পর বিহারে মদ নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নীতীশ কুমার। মদ নিষিদ্ধ হওয়ার পর থেকেই বিহারে বিষমদের দৌরাত্ম্য বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও।

আরও পড়ুন-সাংসদ তহবিলের টাকায় ভজন-কীর্তন হবে মন্দিরে, নির্দেশ বিজেপি সাংসদের

Latest article